বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালানসহ মোট ৩৯৫ জনকে নতুন অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস গতকাল তাদের পেইজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বির মতো হলিউড তারকারা। গত বছর অস্কার পাওয়া কয়েকজনও আছেন। ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানেরাও আমন্ত্রণ পেয়েছেন সদস্য হওয়ার।
এই তালিকায় বিদ্যা বালান ছাড়াও থাকছেন বলিউড প্রযোজক শোভা কাপুর ও তাঁর মেয়ে একতা কাপুর। ভারত থেকে এবার এই তিনজনই আমন্ত্রণ পেয়েছেন। তাঁরা অস্কার পুরস্কারের জন্য ভোটের মাধ্যমে তাঁদের রায় জানাতে পারবেন। একই সঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের মতামত দেবেন। সাম্প্রতিক বছরগুলোতে অস্কার কমিটিতে বলিউড তারকারা নিয়মিতই আমন্ত্রণ পেয়েছেন। এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতারসহ অনেকে।
৩২২ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল অস্কার কমিটি। সেখান থেকে প্রায় প্রতিবছরই হচ্ছে এই সংখ্যার পরিবর্তন। এ বছর লিঙ্গবৈষম্য, বর্ণবৈষম্য আর স্বজনপ্রীতির বিতর্ক ঠেকাতে আমন্ত্রণের তালিকাটি কয়েকবার ঢেলে সাজানো হয়েছে। এবারের তালিকায় নারী রয়েছেন শতকরা ৪৬ জন, জাত–বর্ণ বিবেচনায় শতকরা ৩৯। এ ছাড়া দেশ বিবেচনায় থাকছে আমেরিকার বাইরের ৪৯টি দেশ, যেখানে থাকছেন শতকরা ৫৩ জন। আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৮৯ জন অস্কার মনোনয়ন পেয়েছিলেন এবং অস্কার জিতেছেন ২৫ জন। আটজনকে ডাকা হয়েছে একাধিক শাখায়, তবে যেকোনো একটি শাখার আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারবেন তাঁরা।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালানসহ মোট ৩৯৫ জনকে নতুন অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস গতকাল তাদের পেইজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বির মতো হলিউড তারকারা। গত বছর অস্কার পাওয়া কয়েকজনও আছেন। ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানেরাও আমন্ত্রণ পেয়েছেন সদস্য হওয়ার।
এই তালিকায় বিদ্যা বালান ছাড়াও থাকছেন বলিউড প্রযোজক শোভা কাপুর ও তাঁর মেয়ে একতা কাপুর। ভারত থেকে এবার এই তিনজনই আমন্ত্রণ পেয়েছেন। তাঁরা অস্কার পুরস্কারের জন্য ভোটের মাধ্যমে তাঁদের রায় জানাতে পারবেন। একই সঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের মতামত দেবেন। সাম্প্রতিক বছরগুলোতে অস্কার কমিটিতে বলিউড তারকারা নিয়মিতই আমন্ত্রণ পেয়েছেন। এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতারসহ অনেকে।
৩২২ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল অস্কার কমিটি। সেখান থেকে প্রায় প্রতিবছরই হচ্ছে এই সংখ্যার পরিবর্তন। এ বছর লিঙ্গবৈষম্য, বর্ণবৈষম্য আর স্বজনপ্রীতির বিতর্ক ঠেকাতে আমন্ত্রণের তালিকাটি কয়েকবার ঢেলে সাজানো হয়েছে। এবারের তালিকায় নারী রয়েছেন শতকরা ৪৬ জন, জাত–বর্ণ বিবেচনায় শতকরা ৩৯। এ ছাড়া দেশ বিবেচনায় থাকছে আমেরিকার বাইরের ৪৯টি দেশ, যেখানে থাকছেন শতকরা ৫৩ জন। আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৮৯ জন অস্কার মনোনয়ন পেয়েছিলেন এবং অস্কার জিতেছেন ২৫ জন। আটজনকে ডাকা হয়েছে একাধিক শাখায়, তবে যেকোনো একটি শাখার আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারবেন তাঁরা।
গল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
২ ঘণ্টা আগেভরা কনসার্টে এক নারী ভক্তকে চুমু খেয়ে কিছুদিন আগে বিতর্কের মুখে পড়েছিলেন উদিত নারায়ণ। সেই রেশ না কাটতেই এবার তিনি পড়লেন আইনি জটিলতায়। প্রথম স্ত্রী রঞ্জনা ঝা তাঁর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেছেন। রঞ্জনার অভিযোগ, প্রাপ্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করেছেন উদিত এবং তাঁর সম্পত্তি দখল করেছেন।
২ ঘণ্টা আগেগত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। তাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের।
২ ঘণ্টা আগে