হীরা ব্যবসায়ীর মেয়ে তামান্না আছেন সবখানে

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৫০
Thumbnail image

দক্ষিণি বাণিজ্যিক ছবির নায়িকা তামান্না। প্রথমবার যখন তাঁকে ওয়েব সিরিজে দেখা যায়, চমকে গিয়েছিলেন অনেকেই। তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। দ্বিতীয়টি ‘ইলেভেন্থ আওয়ার’। দুটি সিরিজই জনপ্রিয় হয়েছে। সেই সুবাদে তামান্না পুরোপুরি মনোযোগী হয়ে উঠেছেন ওটিটিতে। এবার নেটফ্লিক্সের জন্য অভিনয় করছেন একটি ওয়েভ ছবিতে। নাম ‘প্ল্যান এ প্ল্যান বি’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।

বড় পর্দায়ও থেমে নেই তামান্নার অভিনয়। এরই মধ্যে কাজ করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘এফ টু: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ ছবির সিকুয়েল ‘এফ থ্রি’তে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর তেলুগু ছবি’ ‘সিটিমার’। ছবিতে তাঁকে দেখা যাবে গোপীচাঁদের সঙ্গে। অন্যদিকে বলিউডে তামান্না ভাটিয়ার পরবর্তী ছবি ‘বোলে চুড়িয়া’। এতে তিনি অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে।

তামান্না ভাটিয়াএই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখাবেন নওয়াজের ভাই শামস নওয়াব সিদ্দিকী। বর্তমানে তামান্না আলোচিত হিন্দি ছবি ‘আন্ধাধুন’-এর রিমেক ‘মায়েস্ত্রো’র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে আয়ুষ্মান খুরানার চরিত্রটি করবেন নিথিন। টাবুর চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

গত বছর ওটিটির জন্য ‘আহা’ নামের একটি টক শো উপস্থাপনা করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। মোটকথা, তামান্না আছেন সব জায়গায়। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। বড় বাজেটের ছবিতে শোপিস হয়ে থাকার চেয়ে ছোট বাজেটের ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করাও উত্তম। আমি সব ধরনের ছবিতেই অভিনয় করতে চাই। তবে অবশ্যই চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে হবে।’

তামান্না ভাটিয়াদক্ষিণি ছবির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তামান্না। দুধে আলতা গায়ের বরণের কারণে তাঁর রূপমুগ্ধ দক্ষিণ ভারত তাঁর নাম দিয়েছে ‘মিল্ক বিউটি’। হীরা ব্যবসায়ীর মেয়ে তামান্না ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পা রাখেন চলচ্চিত্রে। ব্লকব্লাস্টার ছবি ‘বাহুবলী’তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

পরে তেলুগু, তামিল ও হিন্দি ভাষার প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আয়ান’, ‘প্রিয়া’, ‘ভীরাম’, ‘দেবী’,‘ওপিরি’, ‘১০০% লাভ’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, ‘এফ টু’ প্রভৃতি তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে তিনি সব মাধ্যমে কাজ করতে চাইছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত