বিনোদন ডেস্ক
শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ চাকরির লোভনীয় অফারের ভুয়া বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সোশ্যাল মিডিয়াজুড়ে এমন প্রতারণা চোখ এড়ায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির। এবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল প্রযোজনা সংস্থাটি। জানিয়ে দেওয়া হলো যে চাকরির নামে এমন সব বিজ্ঞাপন একেবারেই ভুয়া।
ইনস্টাগ্রামে ওই বিবৃতিতে রেড চিলিসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’
এই পোস্টে তাঁরা আরও জানান, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কোনো অফার একমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’
এখান থেকেই স্পষ্ট যে, শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার নাম করে মুম্বাইয়ে ভুয়া কারবার চালাচ্ছে একটি চক্র। এবার সেটার বিষয়ে সচেতন করল স্বয়ং রেড চিলিস।
প্রসঙ্গত, শাহরুখকে শেষবার দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। বক্স অফিসে ভালোই আয় করেছিল সিনেমাটি। আগামীতে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় এতে থাকছেন শাহরুখকন্যা সুহানা খানও। এটি হতে যাচ্ছে থ্রিলার ঘরানার, যেখানে শাহরুখ থাকছেন ডনের ভূমিকায়।
শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ চাকরির লোভনীয় অফারের ভুয়া বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সোশ্যাল মিডিয়াজুড়ে এমন প্রতারণা চোখ এড়ায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির। এবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল প্রযোজনা সংস্থাটি। জানিয়ে দেওয়া হলো যে চাকরির নামে এমন সব বিজ্ঞাপন একেবারেই ভুয়া।
ইনস্টাগ্রামে ওই বিবৃতিতে রেড চিলিসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’
এই পোস্টে তাঁরা আরও জানান, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কোনো অফার একমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’
এখান থেকেই স্পষ্ট যে, শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার নাম করে মুম্বাইয়ে ভুয়া কারবার চালাচ্ছে একটি চক্র। এবার সেটার বিষয়ে সচেতন করল স্বয়ং রেড চিলিস।
প্রসঙ্গত, শাহরুখকে শেষবার দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। বক্স অফিসে ভালোই আয় করেছিল সিনেমাটি। আগামীতে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় এতে থাকছেন শাহরুখকন্যা সুহানা খানও। এটি হতে যাচ্ছে থ্রিলার ঘরানার, যেখানে শাহরুখ থাকছেন ডনের ভূমিকায়।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
১৭ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১ দিন আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১ দিন আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১ দিন আগে