মেয়ের নাম জানালেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক
Thumbnail image
ইনস্টাগ্রামে মেয়ের নাম জানালেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

দীপাবলিতে মেয়ের নাম জানালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গতকাল ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে নাম প্রকাশ্যে আনেন দীপিকা।

ইনস্টাগ্রামের সেই পোস্টে দীপিকা লেখেন‘দুয়া অর্থ্যাৎ প্রার্থনা। কারণ ও-ই আমাদের সব প্রার্থনর ফল।’ সেখানে মেয়ের একটি ছবি শেয়ার করেন তিনি। তবে সেই ছবিতে দুয়ার মুখ মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। দীপিকার সেই পোস্ট শেয়ার করেছেন রণবীর। এরপর থেকে তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাঁদের শুভকামনা জানিয়েছেন।

রণবীর ও দীপিকা। ছবি: সংগৃহীত
রণবীর ও দীপিকা। ছবি: সংগৃহীত

গত ৮ সেপ্টেম্বরে বাবা-মা হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ঘরে করে আসে কন্যাসন্তান। সন্তানের দেখাশোনা করার জন্য অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী। আগামী বছর কাজে ফেরার কথা আছে তাঁর।

অন্তঃসত্ত্বাকালীন সময়ের ফটোশুটে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
অন্তঃসত্ত্বাকালীন সময়ের ফটোশুটে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

এদিকে দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পেয়েছে সিংহাম অ্যাগেইন। এ সিনেমায় রণবীর ও দীপিকা দুজজনেই অভিনয় করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সিনেমার প্রচারে দেখা যায়নি দীপিকাকে। তবে প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন সিংহাম আ্যগেইন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এ সিনেমা দিয়েই যে তাদের সন্তানের অভিষেক হচ্ছে। কারণ শুটিংয়ের সময় দীপিকার গর্ভে ছিল তাদের সন্তান। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শুটিং করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দীপিকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত