বিনোদন ডেস্ক
সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে। যদিও যশরাজের স্পাই ইউনিভার্সের একটি অংশ হওয়ায় এটি থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু চলচ্চিত্রটি তা পূরণ করতে পারেনি বলে মনে করছেন মুম্বাইয়ের এক হলমালিক।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। সঙ্গে সিনেমাটি নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
মনোজ দেশাই বলেছেন, সালমান খানের ‘টাইগার ৩’ থেকে তাঁর অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু তিনি এখন সিনেমাটির ফল নিয়ে হতাশ। ‘টাইগার ৩’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তাঁর মতে, ‘সিনেমায় সুপার-ডুপার হিট উপাদান নেই।’
ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম সালমানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু পরে দর্শকের সংখ্যা কমেছে। আজ এতই কমেছে যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, গল্প যিনি লিখেছেন, তার অনেক ভুল ছিল। আমি সিনেমাটির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে এতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এ ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। তাই এটা দর্শককে সেভাবে টানতে পারেনি।’
মনোজ দেসাইয়ের এই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ তা শেয়ার করে তাঁর সঙ্গে একমত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। বক্স অফিসে প্রথম চার দিনে দাপট দেখিয়ে ১৬৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছিল। তবে প্রথম সপ্তাহেই আয় যেভাবে কমছে, তাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে। যদিও যশরাজের স্পাই ইউনিভার্সের একটি অংশ হওয়ায় এটি থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু চলচ্চিত্রটি তা পূরণ করতে পারেনি বলে মনে করছেন মুম্বাইয়ের এক হলমালিক।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। সঙ্গে সিনেমাটি নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
মনোজ দেশাই বলেছেন, সালমান খানের ‘টাইগার ৩’ থেকে তাঁর অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু তিনি এখন সিনেমাটির ফল নিয়ে হতাশ। ‘টাইগার ৩’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তাঁর মতে, ‘সিনেমায় সুপার-ডুপার হিট উপাদান নেই।’
ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম সালমানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু পরে দর্শকের সংখ্যা কমেছে। আজ এতই কমেছে যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, গল্প যিনি লিখেছেন, তার অনেক ভুল ছিল। আমি সিনেমাটির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে এতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এ ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। তাই এটা দর্শককে সেভাবে টানতে পারেনি।’
মনোজ দেসাইয়ের এই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ তা শেয়ার করে তাঁর সঙ্গে একমত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। বক্স অফিসে প্রথম চার দিনে দাপট দেখিয়ে ১৬৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছিল। তবে প্রথম সপ্তাহেই আয় যেভাবে কমছে, তাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে