বিনোদন ডেস্ক
বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। সাবেক স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পর এটা রাখির দ্বিতীয় বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বছরই নাকি বিয়ে সেরেছেন রাখি সাওয়ান্ত। বিচ্ছেদের পরই আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গতকাল বুধবার এই জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাখি ও আদিল দুজনেই রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের গলাতেই রয়েছে বিয়ের মালা। ছবির কাগজে দেখা যায়, তাঁদের বিয়ে হয়েছে গত বছরের ২ জুলাই। লোকচক্ষুর আড়ালে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। এত দিন হয়ে গেলেও বিয়ের কথা কাউকে জানাননি।
এর আগে এক সাক্ষাৎকারে রিতেশ রাজের সঙ্গে বিয়েকে ‘ভুল’ বলে অভিহিত করেন রাখি। তাঁরা দুজন সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বসেও’ একসঙ্গে উপস্থিত হন। রাখি বলেন, বিগ বসে অংশ নেওয়ার পর রিতেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। তিনি আরও বলেন, রিতেশের সঙ্গে তাঁর বিয়ে বৈধ ছিল না, কারণ রিতেশ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেননি।
বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। সাবেক স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পর এটা রাখির দ্বিতীয় বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বছরই নাকি বিয়ে সেরেছেন রাখি সাওয়ান্ত। বিচ্ছেদের পরই আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গতকাল বুধবার এই জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাখি ও আদিল দুজনেই রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের গলাতেই রয়েছে বিয়ের মালা। ছবির কাগজে দেখা যায়, তাঁদের বিয়ে হয়েছে গত বছরের ২ জুলাই। লোকচক্ষুর আড়ালে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। এত দিন হয়ে গেলেও বিয়ের কথা কাউকে জানাননি।
এর আগে এক সাক্ষাৎকারে রিতেশ রাজের সঙ্গে বিয়েকে ‘ভুল’ বলে অভিহিত করেন রাখি। তাঁরা দুজন সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বসেও’ একসঙ্গে উপস্থিত হন। রাখি বলেন, বিগ বসে অংশ নেওয়ার পর রিতেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। তিনি আরও বলেন, রিতেশের সঙ্গে তাঁর বিয়ে বৈধ ছিল না, কারণ রিতেশ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেননি।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
১০ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
১১ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৯ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে