Ajker Patrika

চিত্রতারকাদের আবদারে বাড়াবাড়ি, ব্লগে ক্ষোভ ঝাড়লেন ফারাহ খান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০০: ৪২
চিত্রতারকাদের আবদারে বাড়াবাড়ি, ব্লগে ক্ষোভ ঝাড়লেন ফারাহ খান

একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ‍্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।

ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।

ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’

একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।

পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। ছবি: সংগৃহীতবিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’

ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত