বিনোদন ডেস্ক
প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।
সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।
তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।
তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।
প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।
সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।
তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।
তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।
এম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা
৭ ঘণ্টা আগেটিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে।
১৪ ঘণ্টা আগেঅ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কত স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের! থাকে কত প্রস্তুতি! অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিশেষ গাউন ও গয়না তৈরির কাজ। আর যদি এটা হয় অস্কারের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, তাহলে তো ঘুমই উড়ে যায় তারকাদের!...
১ দিন আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
১ দিন আগে