Ajker Patrika

অক্ষয়ের সিনেমা বানিয়ে ক্ষতিগ্রস্ত প্রযোজক, পাশে থাকার আশ্বাস নায়কের

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৪: ৫৮
অক্ষয়ের সিনেমা বানিয়ে ক্ষতিগ্রস্ত প্রযোজক, পাশে থাকার আশ্বাস নায়কের

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ২৫০ কোটি রুপির ঋণ শোধ করতে মুম্বাইয়ের অফিস বিক্রি করেছেন প্রযোজক বাসু ভগনানি। তবে এরপরই এ প্রযোজক জানান, খবরটি ভুল, বিক্রি নয় নতুন করে সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর প্রতিষ্ঠান যে আর্থিক সংকটে রয়েছেন, তা স্পষ্ট।

প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক ও একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ্যমকে বাসু ভগনানি জানিয়েছেন, এ পরিস্থিতিতে সবার আগে অক্ষয় কুমার তাঁকে ফোন করেছেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।

এ ছাড়া বাসু ভগনানি জানিয়েছেন, সানি দেওল, সুনীল শেঠিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।

উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত