Ajker Patrika

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দীলিপ কুমার

বিনোদন ডেস্ক
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দীলিপ কুমার

ঢাকা: প্রবীণ অভিনেতা দীলিপ কুমার আবার হাসপাতালে। আজ রোববার সকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

দীলিপ কুমারের জীবনসঙ্গী ও অভিনেত্রী সায়রা বানু বলেছেন, ‘তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এটি একটি নন-কোভিড হাসপাতাল। সেখানে তাঁর মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। আপনারা সবাই প্রার্থনা করুন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

গত মাসে রুটিন চেকআপের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। তবে জরুরী পরীক্ষার পর দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। বর্তমানে দীলিপ কুমারের বয়স হয়েছে ৯৮ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহম্মদ ইউসুফ খান ওরফে দীলিপ কুমারের। শোবিজে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত তিনি।

অভিনেতা দীলিপ কুমার১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় শুরু তাঁর। তারপর উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। দীলিপ অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘কোহিনুর’, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘নয়া দওর’, ‘রাম অউর শ্যাম’ প্রভৃতি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ১৯৮৮ সালে, ‘কিলা’ সিনেমায়।

গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তাঁর দুই ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহসান খানকে (৯০)। প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুর গুজবও রটেছে।

এর আগে এক সাক্ষাৎকারে সায়রা জানিয়েছিলেন, ‘তাঁর শরীর এখন খুব একটা ভালো থাকে না। দুর্বল হয়ে পড়েছে। মাঝেমধ্যে ঘর আর বারান্দায় হাঁটে একটু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত