বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি হচ্ছে। নাম ‘সাবাস মিঠু’। এতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিটি বানানোর কথা ছিল ‘রইস’খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার। অনেকদিন ধরেই প্রি-প্রোডাকশনে আটকে আছে ‘সাবাস মিঠু’। নতুন খবর হলো, নতুন করে ছবিটি বানানোর দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
বলিউডে এটি হতে যাচ্ছে সৃজিতের দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা বালানকে নিয়ে ‘বেগমজান’ বানিয়েছিলেন তিনি।
গত মঙ্গলবার রাহুল ঢোলাকিয়া টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। রাহুলের বদলে এখন নতুন ক্যাপ্টেন সৃজিত।
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এখন তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন। দুবছর আগে মিতালির জন্মদিনে জানা গিয়েছিল, বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এ ঘোষণা দিয়েছিল।
রাহুল ঢোলাকিয়া টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁদের পাশে থাকব। করোনায় সবকিছুর সময় ওলটপালট হয়ে গেছে। আমিও ব্যতিক্রম নই। সিনেমাটির জন্য আমার শুভেচ্ছা থাকল।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
যখন এই ছবি তৈরি হওয়ার খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। এখন আমি এটার অংশ। নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গল্পটা পর্দায় নিয়ে আসতে পারব।
সৃজিত মুখার্জি, নির্মাতা
সৃজিত নিজেও ক্রিকেট ভক্ত। একসময় নিয়মিত খেলার মাঠে পাওয়া যেত তাঁকে। ক্রিকেটারের জীবনী নিয়ে গল্প, তাই অন্যরকম উত্তেজনা বোধ করছেন সৃজিত মুখার্জি।
সুখবর সৃজিতের আরো একটা আছে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ ‘রায়’। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি।
অন্যদিকে তাপসী পান্নুরও নতুন সিনেমা আসছে। থ্রিলার ধাঁচের ‘হাসিন দিলরুবা’ আগামী ২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি হচ্ছে। নাম ‘সাবাস মিঠু’। এতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিটি বানানোর কথা ছিল ‘রইস’খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার। অনেকদিন ধরেই প্রি-প্রোডাকশনে আটকে আছে ‘সাবাস মিঠু’। নতুন খবর হলো, নতুন করে ছবিটি বানানোর দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
বলিউডে এটি হতে যাচ্ছে সৃজিতের দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা বালানকে নিয়ে ‘বেগমজান’ বানিয়েছিলেন তিনি।
গত মঙ্গলবার রাহুল ঢোলাকিয়া টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। রাহুলের বদলে এখন নতুন ক্যাপ্টেন সৃজিত।
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এখন তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন। দুবছর আগে মিতালির জন্মদিনে জানা গিয়েছিল, বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এ ঘোষণা দিয়েছিল।
রাহুল ঢোলাকিয়া টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁদের পাশে থাকব। করোনায় সবকিছুর সময় ওলটপালট হয়ে গেছে। আমিও ব্যতিক্রম নই। সিনেমাটির জন্য আমার শুভেচ্ছা থাকল।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
যখন এই ছবি তৈরি হওয়ার খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। এখন আমি এটার অংশ। নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গল্পটা পর্দায় নিয়ে আসতে পারব।
সৃজিত মুখার্জি, নির্মাতা
সৃজিত নিজেও ক্রিকেট ভক্ত। একসময় নিয়মিত খেলার মাঠে পাওয়া যেত তাঁকে। ক্রিকেটারের জীবনী নিয়ে গল্প, তাই অন্যরকম উত্তেজনা বোধ করছেন সৃজিত মুখার্জি।
সুখবর সৃজিতের আরো একটা আছে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ ‘রায়’। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি।
অন্যদিকে তাপসী পান্নুরও নতুন সিনেমা আসছে। থ্রিলার ধাঁচের ‘হাসিন দিলরুবা’ আগামী ২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৫ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৬ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১১ ঘণ্টা আগে