বিনোদন ডেস্ক
এবার সেলফি তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকাল বুধবার, মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক সেলফি তুলে এই রেকর্ড গড়েছেন তিনি। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সেলফি’র প্রচারের সময় ভক্তদের সঙ্গে এ কাণ্ড ঘটান অক্ষয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমার ছবির প্রচারে মুম্বাইয়ে অভিনেতার পক্ষ থেকে ভক্তদের নিয়ে ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই ভক্তরা অক্ষয়ের সঙ্গে তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন এক বিশ্ব রেকর্ড।
এদিন মঞ্চে ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নেচেছেন অক্ষয়। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গানটি।
রেকর্ড প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘এই অনন্য বিশ্ব রেকর্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। এমন আনন্দঘন মুহূর্ত আমি আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভক্তদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের কারণে আজ আমি এই স্থানে আসতে পেরেছি এবং এত কিছু অর্জন করতে পেরেছি। আর এটি ছিল তাঁদের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাজ্ঞাপন। আমার কর্মজীবনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, আমি কৃতজ্ঞ।’
এত দিন সবচেয়ে কম সময়ে সেলফি তোলার রেকর্ডটি ছিল আমেরিকার জেমস স্মিথের দখলে। তিন মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি।
‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।
এবার সেলফি তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকাল বুধবার, মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক সেলফি তুলে এই রেকর্ড গড়েছেন তিনি। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সেলফি’র প্রচারের সময় ভক্তদের সঙ্গে এ কাণ্ড ঘটান অক্ষয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমার ছবির প্রচারে মুম্বাইয়ে অভিনেতার পক্ষ থেকে ভক্তদের নিয়ে ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই ভক্তরা অক্ষয়ের সঙ্গে তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন এক বিশ্ব রেকর্ড।
এদিন মঞ্চে ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নেচেছেন অক্ষয়। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গানটি।
রেকর্ড প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘এই অনন্য বিশ্ব রেকর্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। এমন আনন্দঘন মুহূর্ত আমি আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভক্তদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের কারণে আজ আমি এই স্থানে আসতে পেরেছি এবং এত কিছু অর্জন করতে পেরেছি। আর এটি ছিল তাঁদের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাজ্ঞাপন। আমার কর্মজীবনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, আমি কৃতজ্ঞ।’
এত দিন সবচেয়ে কম সময়ে সেলফি তোলার রেকর্ডটি ছিল আমেরিকার জেমস স্মিথের দখলে। তিন মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি।
‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৫ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
৭ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
৭ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে