বিরাটকে ‘সব জায়গায়, সর্বাবস্থায়’ ভালোবাসেন আনুশকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৫: ৪৮
Thumbnail image

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ৩৪তম জন্মদিন আজ। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে বিরাট কোহলির কয়েকটি ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে আনুশকা শর্মা লিখেছেন, ‘আজ তোমার জন্মদিন, প্রিয়। তাই তোমার সবচেয়ে দৃষ্টিনন্দন ছবিগুলোই বেছে নিয়েছি পোস্ট করার জন্য। সব জায়গায়, সর্বাবস্থায়, যতভাবে তোমাকে ভালোবাসা যায়, ততভাবে ভালোবাসি।’

 আনুশকার পোস্ট করা ছবিতে বিরাটকে হাস্যরসাত্মক ও মজার পোজে দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেক ভক্ত মন্তব্য করেছেন। কেউ কেউ হাসির ইমোজিসহ নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ছবিটির নিচে বলিউড তারকা এশা গুপ্তা, রাধিকা আপ্তে এবং ড্যানিশ সাইত শুভেচ্ছা জানিয়েছেন।

আনুশকা শর্মা প্রায়ই ইনস্টাগ্রামে বিরাট কোহলির ছবি পোস্ট করেন। বিশেষত বিরাট কোহলি যখন কোনো সাফল্য অর্জন করেন, আনুশকা তাঁকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই বিরাট কোহলির ক্রিকেটীয় সাফল্য উদ্‌যাপন করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই বলিউড অভিনেত্রী।

আনুশকা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে এই তারকা দম্পতির একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে।

বিনোদনের খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত