বিনোদন ডেস্ক
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন, সেলফি তুলতে দিচ্ছেন, অটোগ্রাফও দিচ্ছেন। কিন্তু বিনিময়ে চাইছেন টাকা। সারা আলি খানের এসব কাণ্ড দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। অনেকের মনেই প্রশ্ন এ কী অবস্থা নায়িকার!
নিজের কিউট আচরণের জন্য নেট দুনিয়ায় বরাবরই জনপ্রিয় এই স্টার কিড। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা নিতে হবে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কমেডি গেম শো ‘খাতরা খাতরা’-তে এসে সারাকে এমনই টাস্ক দেয় ফারাহ খান। আর তা পূরণ করতেই রাস্তায় নামেন সারা। সঙ্গে ছিলেন কমেডিয়ান ভারতী সিংও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় নেমে ফেরিওয়ালাদের মতো করে সারা চিৎকার করছেন, ‘হ্যালো হ্যালো, পয়সা দিয়ে সেলফি তুলে নিন’। পরে একজন ২০ টাকা দিয়ে সেলফি তুলতে এলে ফিরিয়ে দেয় সাইফ-কন্যা। এর পর আবার অটো দাঁড় করিয়ে চালককে সেই প্রস্তাব দিলে ওই ব্যক্তি বলে, ‘ম্যাম আমি কীভাবে আপনাকে টাকা দেব’! অবশেষে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যিনি ১০০ টাকা দিয়ে সারার সঙ্গে সেলফি তোলেন। এরপর একজন বলেন তিনি ৫০০ টাকা দেবেন যদি সারা গান গেয়ে শোনান। একজন বাইকারের থেকে লিফটও নেন নায়িকা।
‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। সারাকে শেষ দেখা গেছে আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ সিনেমায়। ছবিতে সারার কাজ বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের মধ্যে। বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন সারা।
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন, সেলফি তুলতে দিচ্ছেন, অটোগ্রাফও দিচ্ছেন। কিন্তু বিনিময়ে চাইছেন টাকা। সারা আলি খানের এসব কাণ্ড দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। অনেকের মনেই প্রশ্ন এ কী অবস্থা নায়িকার!
নিজের কিউট আচরণের জন্য নেট দুনিয়ায় বরাবরই জনপ্রিয় এই স্টার কিড। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা নিতে হবে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কমেডি গেম শো ‘খাতরা খাতরা’-তে এসে সারাকে এমনই টাস্ক দেয় ফারাহ খান। আর তা পূরণ করতেই রাস্তায় নামেন সারা। সঙ্গে ছিলেন কমেডিয়ান ভারতী সিংও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় নেমে ফেরিওয়ালাদের মতো করে সারা চিৎকার করছেন, ‘হ্যালো হ্যালো, পয়সা দিয়ে সেলফি তুলে নিন’। পরে একজন ২০ টাকা দিয়ে সেলফি তুলতে এলে ফিরিয়ে দেয় সাইফ-কন্যা। এর পর আবার অটো দাঁড় করিয়ে চালককে সেই প্রস্তাব দিলে ওই ব্যক্তি বলে, ‘ম্যাম আমি কীভাবে আপনাকে টাকা দেব’! অবশেষে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যিনি ১০০ টাকা দিয়ে সারার সঙ্গে সেলফি তোলেন। এরপর একজন বলেন তিনি ৫০০ টাকা দেবেন যদি সারা গান গেয়ে শোনান। একজন বাইকারের থেকে লিফটও নেন নায়িকা।
‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। সারাকে শেষ দেখা গেছে আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ সিনেমায়। ছবিতে সারার কাজ বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের মধ্যে। বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন সারা।
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবারই আলোচনার শিরোনাম হয়েছে নির্মাতা ও অভিনেত্রী। আবারও একই কারণে শিরোনামে এলেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১৭ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১৮ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
২ দিন আগে