বিনোদন ডেস্ক
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।’
সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন।
গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।
বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।’
সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন।
গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।
বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
২ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৪ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৫ ঘণ্টা আগে