Ajker Patrika

মা-বাবা বলতেন, কুকুর-বিড়ালকেও টিভিতে দেখা যায়, তোকে দেখব কবে: নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২৩, ১৩: ৪০
মা-বাবা বলতেন, কুকুর-বিড়ালকেও টিভিতে দেখা যায়, তোকে দেখব কবে: নওয়াজুদ্দিন

কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।

সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’

নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’

সিনেমার পোস্টারে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভিনীত কউর। ছবি: ইনস্টাগ্রাম‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।

এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত