বিনোদন ডেস্ক
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৯ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে