চমকে ভরা শাহরুখের সিনেমা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩: ১০
Thumbnail image

শাহরুখ খানের বড় পর্দায় ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। আর সেই ফেরা যদি হয় কাজলের সঙ্গে জুটি বেঁধে, তাহলে কেমন হবে বলুন তো? শুধু কাজলই নন; শোনা যাচ্ছে, একই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ও তাপসী পান্নুকে। বলিউড গণমাধ্যম পিংকভিলা বলছে, পরিচালক রাজকুমার হিরানির পরের ছবিতে এই তারকাদের দেখা যাবে একসঙ্গে। ছবিতে থাকতে পারেন মনোজ বাজপেয়ি, বোমান ইরানির মতো অভিনেতারাও।

শাহরুখ-কাজলআর এমন কাস্টিং যদি হয়, তবে বলিউডের ইতিহাসে অন্যতম পাওয়া হতে চলেছে ছবিটি। শাহরুখ খান এই মুহূর্তে যশরাজ ফিল্মসের ব্যয়বহুল অ্যাকশন ছবি ‘পাঠান’-এর শুটিং করছেন। অন্যদিকে হিরানির ছবির প্রি-প্রডাকশন শুরু হয়ে গেছে।

একজন সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হবে সোশ্যাল কমেডি ঘরানার এই ছবি। শুটিং হবে ভারত ও কানাডায়। শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা কাজলের। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিদ্যা বালান ও তাপসী পান্নু। সাংবাদিকের চরিত্রে তাপসী আর একজন প্রশাসনিক কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।

শাহরুখ-কাজলরাজকুমার হিরানি আপাতত ছবির স্ক্রিপ্টের শেষ অংশের কাজ করছেন। ২০২২ সালের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু বলিউডপ্রেমীদের কাছে এই দর্শকের টানই আলাদা। এখন অপেক্ষা অফিশিয়ালি এই ছবির ঘোষণার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত