বিনোদন ডেস্ক
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে