শাহরুখের মেয়ে কি বলিউডে নাম লেখাচ্ছেন

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৭
Thumbnail image

বলিউডে স্টার কিডদের নাম লেখানো নতুন নয়। বলিউড বাদশা শাহরুখের কন্যা সুহানাও যে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন—এমন কানাঘুষা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তা সত্য হওয়ার আভাস মিলল। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা যায়, গুণী নির্মাতা জোয়া আখতারের ছবির মাধ্যমে হয়তো বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। সম্প্রতি জোয়া আখতারের অফিস থেকে বের হতে দেখা গেছে এই স্টার কিডকে। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সুহানা। একেবারে ক্যাজুয়াল পোশাক পরেছিলেন তিনি। এই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নিশ্চিত দাবি, শিগ্‌গিরই বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যার। 

আর্চি কমিকস অবলম্বনে ছবি বানাতে চলেছেন জাভেদ আখতারের কন্যা জোয়া। শোনা যায়, নেটফ্লিক্সের এই ছবি দিয়েই আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কিছু স্টার কিড। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। 

জোয়া আখতারের অফিসের সামনে সুহানা২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় আগমন শাহরুখকন্যার। এ ছাড়া তিনি একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং কয়েকটি নাটকে অভিনয় করেছেন। 

ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ সক্রিয় সুহানা খান। নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন শাহরুখ ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানা। সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি। তারকা দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। আর ২০১৩ সালে শাহরুখ-গৌরী দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান নেন। তাঁদের তৃতীয় সন্তানের নাম আব্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত