বিগ বাজেটে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ১৩: ০৮
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩: ৩৩

মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীর সিং। ‘আজহার’ ছবিতে আজহার উদ্দিনের চরিত্রে ইমরান হাশমি। এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে ছবি, আর সেই ছবিতে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ব্যাপক আলোচনা আর রহস্য তৈরি হয়েছে। অবশেষে ভারতীয় গণমাধ্যম বলছে, খুব বড় কিছু এদিক-ওদিক না হলে ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এর আগে খবর প্রকাশ হয়েছিল যে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন ঋতিক রোশন। কিন্তু পরে জানা যায়, তা হচ্ছে না। এরপর সম্ভাব্য তালিকয়া চলে আসে বেশ কয়েকজনের নাম। তবে সৌরভ জানিয়েছেন অভিনেতা হিসেবে রণবীরকেই বেশি পছন্দ তাঁর। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা আছে। সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় মন ভরিয়েছে দর্শকের। ছবিটা বক্স অফিসেও হিট হয়েছে। নিজেকে পর্দার সঞ্জয় দত্ত করে তুলতে পরিশ্রমের কোনো ত্রুটি রাখেননি রণবীর। সৌরভের বায়োপিকটাও রণবীর চ্যালেঞ্জ হিসেবে নেবেন এটা বলাই যায়।

রণবীর কাপুরহিন্দি সিনেমাজগতের অন্যতম বড় ব্র্যান্ড ভায়াকম প্রোডাকশন প্রায় ২৫০ কোটি টাকার মতো বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সিনেমায় দেখানো হতে পারে সৌরভের এই বায়োপিকে।

বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে। সৌরভ নিজে অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। ভারতীয় মিডিয়া বলছে, সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পথে। কিছুদিনের মধ্যে চুক্তিতেই সই হয়ে যাবে। যেহেতু এখনো চুক্তি সই হয়নি, তাই সৌরভ এটা নিয়ে এখনো কিছু বলতে চাইছেন না।

রণবীর কাপুরসৌরভের বায়োপিক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে প্রযোজক একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। একতা খুব করে চাইছিলেন সৌরভের বায়োপিক করতে। কিন্তু সৌরভ তখন না করে দিয়েছিলেন। পরে সৌরভ বলেছিলেন, ‘আমাকে ফক্সও অফার করেছিল। এর বাইরেও বেশ কয়েকটা অফার আমার কাছে রয়েছে। এখনই এটা নিয়ে ভাবছি না।’ তবে এবার আর সৌরভ না করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত