বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৭ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৫ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১৫ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১৫ ঘণ্টা আগে