বিনোদন ডেস্ক
কবীর খানের পরিচালনায় ২০০৯ সালে ‘নিউ ইয়র্ক’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তবে প্রথমে সিনেমাটি করতে মোটেও রাজি ছিলেন না তিনি। তবে শেষমেশ সিনেমাটিতে অভিনয় করেন ক্যাটরিনা। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, সালমান খানের কথাতেই সিনেমাটিতে অভিনয় করেন তিনি।
ক্যাটরিনার কথায়, প্রথমে সিনেমাটিতে অভিনয় করতে মোটেই রাজি ছিলেন না তিনি। সালমান তাঁকে বুঝিয়েছিলেন, কবীর খানের সঙ্গে কাজ করাটা খুব ভালো সিদ্ধান্ত হবে।
ক্যাটরিনা ভেবেছিলেন, কবীর তাঁকে এমন একটা সিনেমা অফার করেছেন যেখানে কোনও নাচ নেই। একটা গান রয়েছে যেটার প্লটও খাঁটি শৈল্পিক চিন্তাধারার। ক্যাটরিনা কবীর খানকে একজন ডকুমেন্টারি ফিল্মমেকার ভাবতেন। তাই বাণিজ্যিক হিট সিনেমা ‘বাচনা অ্যায় হাসিনো’র পর শৈল্পিক ছবি ‘নিউ ইয়র্ক’-এ অভিনয় করা নিয়ে একটু দোনোমনা ছিল ক্যাটরিনার মধ্যে। তাই ছবিতে অভিনয় করা নিয়ে শুরুতে প্রস্তুত ছিলেন না অভিনেত্রী।
কবীর খানের সঙ্গে দেখা করার পর ক্যাটরিনাকে সালমান প্রতিশ্রুতি দেন এটি একটি দুর্দান্ত সিনেমা হবে এবং কবীর খান একজন অসাধারণ পরিচালক। এরপরই সিনেমাটির জন্য রাজি হন অভিনেত্রী।
সেটে প্রবেশ করেই ক্যাটরিনার মনে হয়েছিল, সিনেমাটির প্রযোজনাও দারুণ। ছবির শুটিং শিডিউল শেষের পরই সমস্ত ভুল ভেঙে যায় ক্যাটরিনার। পুরো যাত্রাটা সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘শেষ দিন আমরা কাঁদছিলাম; আমরা কেউ যেতে চাইনি। আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধুরা এই ছবিটি তৈরি করেছে। কবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য দৃষ্টিভঙ্গি বদলে যায়।’
উল্লেখ্য, ক্যাটরিনাকে সামনে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে।
কবীর খানের পরিচালনায় ২০০৯ সালে ‘নিউ ইয়র্ক’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তবে প্রথমে সিনেমাটি করতে মোটেও রাজি ছিলেন না তিনি। তবে শেষমেশ সিনেমাটিতে অভিনয় করেন ক্যাটরিনা। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, সালমান খানের কথাতেই সিনেমাটিতে অভিনয় করেন তিনি।
ক্যাটরিনার কথায়, প্রথমে সিনেমাটিতে অভিনয় করতে মোটেই রাজি ছিলেন না তিনি। সালমান তাঁকে বুঝিয়েছিলেন, কবীর খানের সঙ্গে কাজ করাটা খুব ভালো সিদ্ধান্ত হবে।
ক্যাটরিনা ভেবেছিলেন, কবীর তাঁকে এমন একটা সিনেমা অফার করেছেন যেখানে কোনও নাচ নেই। একটা গান রয়েছে যেটার প্লটও খাঁটি শৈল্পিক চিন্তাধারার। ক্যাটরিনা কবীর খানকে একজন ডকুমেন্টারি ফিল্মমেকার ভাবতেন। তাই বাণিজ্যিক হিট সিনেমা ‘বাচনা অ্যায় হাসিনো’র পর শৈল্পিক ছবি ‘নিউ ইয়র্ক’-এ অভিনয় করা নিয়ে একটু দোনোমনা ছিল ক্যাটরিনার মধ্যে। তাই ছবিতে অভিনয় করা নিয়ে শুরুতে প্রস্তুত ছিলেন না অভিনেত্রী।
কবীর খানের সঙ্গে দেখা করার পর ক্যাটরিনাকে সালমান প্রতিশ্রুতি দেন এটি একটি দুর্দান্ত সিনেমা হবে এবং কবীর খান একজন অসাধারণ পরিচালক। এরপরই সিনেমাটির জন্য রাজি হন অভিনেত্রী।
সেটে প্রবেশ করেই ক্যাটরিনার মনে হয়েছিল, সিনেমাটির প্রযোজনাও দারুণ। ছবির শুটিং শিডিউল শেষের পরই সমস্ত ভুল ভেঙে যায় ক্যাটরিনার। পুরো যাত্রাটা সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘শেষ দিন আমরা কাঁদছিলাম; আমরা কেউ যেতে চাইনি। আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধুরা এই ছবিটি তৈরি করেছে। কবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য দৃষ্টিভঙ্গি বদলে যায়।’
উল্লেখ্য, ক্যাটরিনাকে সামনে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে