বিনোদন ডেস্ক
‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৫ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৫ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৬ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৭ ঘণ্টা আগে