বিনোদন ডেস্ক
কিংবদন্তি ভারতীয় অভিনেতা কমল হাসানের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সম্প্রতি ‘কেএইচ–২৩৩’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এইচ বিনোথ। সেই সিনেমাতেই দেখা যাবে এ দুই জনপ্রিয় অভিনেতাকে। বিনোদন ও লাইফস্টাইল-বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কমল হাসানের দুর্দান্ত কিছু সিনেমা রয়েছে। তিনি তাঁর অভিনয়জীবনের ২৩৩তম চলচ্চিত্রটি করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা এইচ বিনোথের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রযোজক উদয়নিধি স্টালিন নিশ্চিত করেছেন, কমল হাসান তাঁর ২৩৩তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কেএইচ–২৩৩ ’। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
পিংক ভিলা আরও জানিয়েছে, এই চলচ্চিত্রে কমল হাসানের সঙ্গে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এর আগে এ দুই অভিনেতা ‘বিক্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘বিক্রমে’ তাঁদের অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করেছেন। এই জুটি বিক্রম সিক্যুয়েলের জন্যও পুনরায় একত্রিত হবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৪ সালে এর শুটিং হওয়ার কথা রয়েছে।
কমল হাসান এখন ম্যাভেরিক এস শঙ্করের পরিচালনায় তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাইকা প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্রটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কমল হাসানই একমাত্র ব্যক্তি, যাঁর সিনেমা সবচেয়ে বেশিবার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে’ সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় সিনেমাজগতে অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয় এবং ২০১৪ সালে তিনি ‘পদ্ম ভূষণ’ সম্মাননা পান। তিনি এ পর্যন্ত ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তবে শেষবার পুরস্কার জয়ের পর তাঁকে যাতে আর এই পুরস্কার না দেওয়া হয়, উদ্যোক্তাদের কাছে সেই অনুরোধ জানান কমল হাসান।
কিংবদন্তি ভারতীয় অভিনেতা কমল হাসানের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সম্প্রতি ‘কেএইচ–২৩৩’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এইচ বিনোথ। সেই সিনেমাতেই দেখা যাবে এ দুই জনপ্রিয় অভিনেতাকে। বিনোদন ও লাইফস্টাইল-বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কমল হাসানের দুর্দান্ত কিছু সিনেমা রয়েছে। তিনি তাঁর অভিনয়জীবনের ২৩৩তম চলচ্চিত্রটি করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা এইচ বিনোথের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রযোজক উদয়নিধি স্টালিন নিশ্চিত করেছেন, কমল হাসান তাঁর ২৩৩তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কেএইচ–২৩৩ ’। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
পিংক ভিলা আরও জানিয়েছে, এই চলচ্চিত্রে কমল হাসানের সঙ্গে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এর আগে এ দুই অভিনেতা ‘বিক্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘বিক্রমে’ তাঁদের অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করেছেন। এই জুটি বিক্রম সিক্যুয়েলের জন্যও পুনরায় একত্রিত হবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৪ সালে এর শুটিং হওয়ার কথা রয়েছে।
কমল হাসান এখন ম্যাভেরিক এস শঙ্করের পরিচালনায় তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাইকা প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্রটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কমল হাসানই একমাত্র ব্যক্তি, যাঁর সিনেমা সবচেয়ে বেশিবার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে’ সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় সিনেমাজগতে অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয় এবং ২০১৪ সালে তিনি ‘পদ্ম ভূষণ’ সম্মাননা পান। তিনি এ পর্যন্ত ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তবে শেষবার পুরস্কার জয়ের পর তাঁকে যাতে আর এই পুরস্কার না দেওয়া হয়, উদ্যোক্তাদের কাছে সেই অনুরোধ জানান কমল হাসান।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১০ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে