বিনোদন ডেস্ক
সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথি আসনে ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। অনুষ্ঠানে এসে হাসিঠাট্টার মাঝে ঘরোয়া অনেক কথা ভাগ করে নিল কাপুর পরিবার। সেখানেই এক গোপন কথা ফাঁস করেন রণবীর। জানান, প্রাক্তন প্রেমিকাদের উপহার হিসেবে মা আর দিদির পুরোনো জিনিসই দিতেন তিনি।
সে সময় টাকাপয়সা হাতে থাকত না বলে রণবীর প্রাক্তন প্রেমিকাদের মা নীতু কাপুর আর বড় বোন ঋদ্ধিমা কাপুরের পুরোনো জিনিস উপহার দিতেন। সেখানেই জানান, এক প্রেমিকাকে দিয়েছিলেন ঋদ্ধিমার পোশাক, আর একজনকে নীতু কাপুরের গয়না।
নীতু কাপুর জানিয়েছেন, তাঁর সন্তান রণবীর খুবই শান্তশিষ্ট। তবে তিনি এর পুরো কৃতিত্বই দিলেন স্বামী ঋষি কাপুরকে। তিনি জানিয়েছেন, ঋষি কাপুর রণবীর-ঋদ্ধিমাকে তিন জিনিস শিখিয়ে গেছেন, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, টাকার মূল্য আর সময়ের মূল্য দেওয়া।
নীতু কাপুর বলেন, ‘রণবীর, ঋদ্ধিমা দু’জনেই বিদেশে পড়ত। কিন্তু ঋষিজি ওদের একদম গুনে গুনে টাকা দিতেন। লাঞ্চে ১০ ডলার, ডিনারে ১০ ডলার। তা ছাড়া আর কোনো হাতখরচ দিতেন না। ওদের একদিন অন্য কিছু কিনতে ইচ্ছে করলে পরের দিনের একটা খাবার বাদ চলে যেত। তাই আমিই বরং ওদের হাতখরচ দিতাম।’
এ ছাড়া ঋষি কাপুরের কাছে ছোটবেলায় রণবীরের পিটুনি খাওয়া, আবার কখনো দিদি ঋদ্ধিমার সঙ্গে রণবীরের মারপিট, ছুটির সময়ে দাদুর বাড়ি ঘুরতে গিয়ে নর্দমা থেকে কাঁকড়া ধরা, এমনই মজার স্মৃতি উঠে এসেছে কপিল শর্মার কমেডি শোয়ে।
তবে কন্যা রাহার জন্মের পর আমূল বদলে গেছেন রণবীর। নীতু ও ঋদ্ধিমা দু’জনেই জানালেন যে, বাবা হিসেবে রণবীর সেরা। মেয়ের ডায়াপার বদলানো থেকে শুরু করে তার ঢেকুর তোলানোর দায়িত্ব, সব সামলান তিনি।
রণবীরও জানালেন রাহার সঙ্গে সময় কাটাতেই এখন সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অভিনেতার কথায়, ‘আমার শুটিং করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। সারা দিন মনে হয় বাড়িতে বসে ওকে দেখি। রাহার সঙ্গে খেলি। আগে কখনো এমন মনে হয়নি। আমাকে আর ঋদ্ধিমাকে নিয়ে মায়ের অনুভূতিটা এখন বুঝতে পারি।’
উল্লেখ্য, হাসিঠাট্টা আর আড্ডার মাঝেই ঋদ্ধিমার ডেবিউ সিরিজের প্রচার করে গেলেন তাঁরা। করণ জোহরের শোয়ের নতুন সিজন ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ দিয়ে অভিনয়জগতে পা রাখতে চলেছেন ঋদ্ধিমা।
সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথি আসনে ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। অনুষ্ঠানে এসে হাসিঠাট্টার মাঝে ঘরোয়া অনেক কথা ভাগ করে নিল কাপুর পরিবার। সেখানেই এক গোপন কথা ফাঁস করেন রণবীর। জানান, প্রাক্তন প্রেমিকাদের উপহার হিসেবে মা আর দিদির পুরোনো জিনিসই দিতেন তিনি।
সে সময় টাকাপয়সা হাতে থাকত না বলে রণবীর প্রাক্তন প্রেমিকাদের মা নীতু কাপুর আর বড় বোন ঋদ্ধিমা কাপুরের পুরোনো জিনিস উপহার দিতেন। সেখানেই জানান, এক প্রেমিকাকে দিয়েছিলেন ঋদ্ধিমার পোশাক, আর একজনকে নীতু কাপুরের গয়না।
নীতু কাপুর জানিয়েছেন, তাঁর সন্তান রণবীর খুবই শান্তশিষ্ট। তবে তিনি এর পুরো কৃতিত্বই দিলেন স্বামী ঋষি কাপুরকে। তিনি জানিয়েছেন, ঋষি কাপুর রণবীর-ঋদ্ধিমাকে তিন জিনিস শিখিয়ে গেছেন, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, টাকার মূল্য আর সময়ের মূল্য দেওয়া।
নীতু কাপুর বলেন, ‘রণবীর, ঋদ্ধিমা দু’জনেই বিদেশে পড়ত। কিন্তু ঋষিজি ওদের একদম গুনে গুনে টাকা দিতেন। লাঞ্চে ১০ ডলার, ডিনারে ১০ ডলার। তা ছাড়া আর কোনো হাতখরচ দিতেন না। ওদের একদিন অন্য কিছু কিনতে ইচ্ছে করলে পরের দিনের একটা খাবার বাদ চলে যেত। তাই আমিই বরং ওদের হাতখরচ দিতাম।’
এ ছাড়া ঋষি কাপুরের কাছে ছোটবেলায় রণবীরের পিটুনি খাওয়া, আবার কখনো দিদি ঋদ্ধিমার সঙ্গে রণবীরের মারপিট, ছুটির সময়ে দাদুর বাড়ি ঘুরতে গিয়ে নর্দমা থেকে কাঁকড়া ধরা, এমনই মজার স্মৃতি উঠে এসেছে কপিল শর্মার কমেডি শোয়ে।
তবে কন্যা রাহার জন্মের পর আমূল বদলে গেছেন রণবীর। নীতু ও ঋদ্ধিমা দু’জনেই জানালেন যে, বাবা হিসেবে রণবীর সেরা। মেয়ের ডায়াপার বদলানো থেকে শুরু করে তার ঢেকুর তোলানোর দায়িত্ব, সব সামলান তিনি।
রণবীরও জানালেন রাহার সঙ্গে সময় কাটাতেই এখন সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অভিনেতার কথায়, ‘আমার শুটিং করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। সারা দিন মনে হয় বাড়িতে বসে ওকে দেখি। রাহার সঙ্গে খেলি। আগে কখনো এমন মনে হয়নি। আমাকে আর ঋদ্ধিমাকে নিয়ে মায়ের অনুভূতিটা এখন বুঝতে পারি।’
উল্লেখ্য, হাসিঠাট্টা আর আড্ডার মাঝেই ঋদ্ধিমার ডেবিউ সিরিজের প্রচার করে গেলেন তাঁরা। করণ জোহরের শোয়ের নতুন সিজন ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ দিয়ে অভিনয়জগতে পা রাখতে চলেছেন ঋদ্ধিমা।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে