প্রিয়াঙ্কাকে নিয়ে কৃষ ৪-এ ফিরছেন হৃতিক

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘কৃষ ৩’ মুক্তি পেয়েছে এক দশক আগে। তখন থেকেই চলছে এর পরবর্তী পর্ব নির্মাণের তোড়জোড়। তবে ব্যাটে-বলে হয়ে উঠছিল না। এ বছরের শুরুর দিকে নির্মাতা রাকেশ রোশন জানিয়েছিলেন, মূলত আর্থিক কারণেই বছরের পর বছর পিছিয়েছে ‘কৃষ ৪’-এর নির্মাণ। পরের পর্বটি আরও বড় পরিসরে করতে চেয়েছিলেন তিনি। তবে এ ধরনের সুপারহিরো সিনেমায় যত বাজেট দরকার, সেটা জোগাড় হচ্ছিল না। অবশেষে কৃষ ৪ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন নির্মাতা। হিন্দুস্তান টাইমস সম্প্রতি জানিয়েছে, এরই মধ্যে পরের পর্বের চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। আগামী বছরের প্রথম ভাগে শুরু হবে শুটিং।

কৃষ ৪-এর গল্প কেমন হবে, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন রাকেশ রোশন ও হৃতিক রোশন। যেহেতু এক দশকের বেশি সময় পর সিক্যুয়েল আসছে, তাই গল্প নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে চাইছিলেন তাঁরা। এমন একটি গল্প দেখাতে চেয়েছেন, যা আগের পর্বগুলোকে ছাড়িয়ে যাবে। অনেকবার চিত্রনাট্য কাটাছেঁড়ার পর অবশেষে গল্প চূড়ান্ত করতে পেরেছেন তাঁরা। আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে কৃষ ৪-এর শুটিংয়ে যোগ দেবেন হৃতিক। পর্দার রোহিত মেহরা হয়ে উঠতে এরই মধ্যে হৃতিক প্রস্তুতিও শুরু করেছেন। তাঁর ‘ফাইটার’ সিনেমার শুটিং প্রায় শেষ। এখন তিনি পুরোপুরি মন দিয়েছেন কৃষ ৪-এ।

ভিএফএক্স আর অ্যাকশন ছাড়াও এই সুপারহিরো সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লোকেশন। নির্মাতারা চাইছেন, কৃষ ৪-এর উল্লেখযোগ্য অংশের শুটিং ভারতের বাইরে করতে। গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের জন্য টিম যাবে সিঙ্গাপুরে। এ ছাড়া প্রাথমিকভাবে অনেক জায়গা ভেবে রেখেছেন তাঁরা। তবে যেখানে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যাবে, সেখানেই হবে শুটিং।

২০০৩ সালে ‘কোই... মিল গায়া’ দিয়ে শুরু হয়েছিল কৃষ ফ্র্যাঞ্চাইজির যাত্রা। এ বছরের আগস্টে সিনেমাটি মুক্তির ২০ বছর পূর্ণ হয়েছে। কৃষ ও কৃষ ৩ সিনেমায় হৃতিকের সঙ্গে প্রিয়া মেহরা চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কৃষ ৪ সিনেমায়ও তাঁর থাকার সম্ভাবনা রয়েছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, এ ফ্র্যাঞ্চাইজিতে প্রীতি জিনতার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে নির্মাতারা প্রিয়াঙ্কা চোপড়াকে চাইছেন। কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। তাঁদের আশা, এ প্রস্তাবে রাজি হবেন অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত