বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৪ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৪ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৯ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
১০ ঘণ্টা আগে