বক্স অফিসে কন্যাদের বাজিমাত, তিন দিনে কত আয় করল ‘ক্রু’

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৪: ৫৬
Thumbnail image

‘লজিক নেই তবে ম্যাজিক আছে!’ কারিনা-কৃতি-টাবু অভিনীত ‘ক্রু’  সিনেমা দেখে এমনটাই বলছে দর্শক। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি।

বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে গতকাল শনিবার ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি। তিন দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির মোট আয় ২৯ কোটি ২৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩৭ কোটি ৫ লাখ রুপি।

বলিউড মেইন স্ট্রিমে নারীকেন্দ্রিক সিনেমা সেই অর্থে বিরল। তবে সিনেমাটির ওপর যেন জেদ করেই বাজি লাগিয়েছেন দুই নারী প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর।

কারিনা-কৃতি-টাবু অভিনীত ‘ক্রু’ সিনেমার দৃশ্যমুক্তির প্রথম দিনে ‘ক্রু’ আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। আর দ্বিতীয় দিনে তা সামান্য বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ। তৃতীয় দিনে দুই অঙ্কে পৌঁছে গেল ‘ক্রু’র ব্যবসা।

সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণন। বালাজি টেলিফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে তৈরি এই সিনেমাতে আরও দেখা মিলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং কুলভূষণ খারবান্দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত