Ajker Patrika

নারীপ্রধান সিনেমায় অভিনয়ে অস্বস্তিবোধ করেন বলিউডের পুরুষ তারকারা: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৬: ৩১
নারীপ্রধান সিনেমায় অভিনয়ে অস্বস্তিবোধ করেন বলিউডের পুরুষ তারকারা: বিদ্যা বালান

বিদ্যা বালান অভিনীত ‘দো অওর দো পেয়ার’ মুক্তি পেতে যাচ্ছে ১৮ এপ্রিল। সম্প্রতি সিনেমাটির প্রচারে এসে ক্যারিয়ারের বেশ কিছু অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করেছেন বিদ্যা। অভিনেত্রী জানিয়েছেন নারীপ্রধান চরিত্রের সিনেমা করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিনেত্রী এও জানিয়েছেন, বলিউডে এমন অনেক পুরুষ অভিনেতা আছেন যাঁরা নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চান না।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বিদ্যা বালান ইন্ডাস্ট্রি সম্পর্কে তাঁর মত ভাগ করে নেন। এদিন তিনি জানান, ইন্ডাস্ট্রি এগোলেও নারীপ্রধান চরিত্রের সিনেমায় অভিনয় করতে আজও অস্বস্তিবোধ করেন পুরুষেরা। অনেকেই চান না নারীরা স্পটলাইট পান। 

তবে অভিনেত্রীর দাবি, এতে অভিনেতাদেরই লোকসান হয়। কারণ তাঁরা নারীকেন্দ্রিক এসব দারুণ ও অভিনব ছবিগুলোর অংশ হতে পারেন না।

প্রসঙ্গত, ক্যারিয়ারে বিদ্যা বালান বরাবরই নারীপ্রধান চরিত্রের সিনেমা করে এসেছেন। ‘সে নো ওয়ান কিলড জেসিকা’ হোক বা ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, বা অন্য ছবি। আর এসব সিনেমায় তিনি বাজিমাত করেছেন।

বিদ্যা বালানউল্লেখ্য, শীর্ষ গুহঠাকুরতা পরিচালিত ‘দো অওর দো পেয়ার’ মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল। এতে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ ও সেন্ধিল রামমূর্তি। মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত