হাতে প্লাস্টার নিয়েই কি কানের লাল গালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২৪, ১৫: ০২
Thumbnail image

কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে।

মেয়ে আরাধ্যকে নিয়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারত ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রীর হাতের প্লাস্টার। এবার কি তাহলে হাতে প্লাস্টার নিয়ে কানের লাল গালিচায় হাঁটবেন তিনি!

তবে কীভাবে তাঁর হাতে চোট লেগেছে তা অবশ্যই স্পষ্ট করেননি বচ্চন পরিবারের পুত্রবধূ। এত বড় উৎসবের আগে ঐশ্বরিয়ার হাতে ব্যথা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’

আরেকজন নেটিজেন মন্তব্য, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী অভিনেত্রী ঐশ্বরিয়া। কান উৎসবে তাকে দেখার জন্য আর তর সইছে না।’

২০২৩ সালে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া। ছবি: এএফপি২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি।

এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।

২০২২ সালে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া। ছবি: এএফপিগত বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে কালো ও রুপালি গাউনে একটি বিশাল হুডে দেখা যায় ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে ছিল বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত