ইমরানের সঙ্গে এতদিন কথা বলেন না মল্লিকা!

বিনোদন ডেস্ক
Thumbnail image

রুপালি পর্দায় তাঁদের রসায়ন আগুন ধরিয়েছিল, কিন্তু বাস্তবে তাঁদের রসায়ন তেমনটা ছিল না। কথা হচ্ছে ‘মার্ডার’ জুটি ইমরান হাশমি এবং মল্লিকা শেরওয়াতের। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট-মুকেশ ভাট প্রযোজিত এই ছবির। পরিচালনা করেছেন অনুরাগ বসু। হলিউড ছবি ‘আনফেথফুল’-এর রিমেক এই ছবি বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হয়। সেই সাফল্যের কারণেই ‘মার্ডার ২’ ও ‘মার্ডার ৩’ ছবি তৈরি হয়েছিল। তবে ‘মার্ডার’ ছবির জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেনি পরবর্তী ছবিগুলো। এই ছবিগুলোতে ইমরান হাশমি অভিনয় করলেও আর দেখা যায়নি মল্লিকাকে।

সম্প্রতি মন্দিরা বেদির টক শো ‘দ্য লাভ লাফ লাইভ’-এ হাজির হয়েছিল মল্লিকা। সেখানেই ইমরানের সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মুখ খোলেন মল্লিকা। তাঁর কথায়, ‘আমি সত্যিই জানি না কেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমার সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোর সমস্যা দেখা যায়। আসলে আমার পুরুষ সহ-অভিনেতারা সবসময় এটা ভেবে চলছে যে তাঁরা যদি সেটে আসে আর আমি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে আমি গুড মর্নিং বলব। কিন্তু সেটা আমার ব্যক্তিত্ব নয়। আমি কখনো করিওনি। ফলে অনেকের সঙ্গেই সম্পর্কটা ভালো রাখতে পারিনি।’

ইমরান হাশমি ও মল্লিকা শেরওয়াতমল্লিকা আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডারের শুটিংয়ে পরে আমরা আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি হয়েছে। ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমি এখন মনে করি যেটা খুবই বোকামি ছিল’। বিষয়টা এখন হেসে উড়িয়ে দিলেও ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর সে কথা জানান অভিনেত্রী। আক্ষেপের সুরে মল্লিকা বলেন, ‘আমার ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই সেটা সত্যি খারাপ লাগবার বিষয়, কারণ ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসাবে অসাধারণ। সেই সময় বয়স কম ছিল। অনেক কিছুই হয়তো স্বাভাবিকভাবে নিতে পারিনি।’

সামনে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত ‘আরকে’ ছবিতে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও ‘নাকাব’ ওয়েব সিরিজেও দেখা মিলবে অভিনেত্রীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত