Ajker Patrika

তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন অক্ষয়

বিনোদন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২: ০২
তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন অক্ষয়

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার কোভিডে আক্রান্ত হলেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সারফিরা’। তার প্রচারে গত কয়েক দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন অভিনেতা। দিন কয়েক আগেই নাকি করোনার উপসর্গ দেখা দেয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই আলাদা থাকতে শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অক্ষয় ছাড়াও ‘সারফিরা’ সিনেমার প্রচার টিমের অনেকেই করোনায় আক্রান্ত।

এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথম করোনা হয়েছিল অক্ষয়ের। ২০২২-এর মে মাসে দ্বিতীয়বার আক্রান্ত হন অভিনেতা। সে বার কোভিডের কারণে কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে পারেননি অক্ষয়।

গতকাল শুক্রবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় সারা বলিউড উপস্থিত থাকলেও যোগ দিতে পারেননি অক্ষয়। আর তখনই জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ায় আসেননি তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের ১৫০তম সিনেমা ‘সারফিরা’। তবে শুরুটা ভালো হয়নি বক্স অফিসে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ২ কোটি ৪০ লাখ রুপি।

আগস্টে মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘খেল খেল মে’। এতে তাঁর সঙ্গে রয়েছেন—তাপসী পান্নু, বাণী কাপুর, আদিত্য শীল, ফারদিন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত