বিনোদন ডেস্ক
মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে।
এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।
হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।
এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’
উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।
মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে।
এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।
হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।
এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’
উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
২৬ মিনিট আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
২ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে