বিনোদন ডেস্ক
পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।
পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১৫ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
১৫ ঘণ্টা আগে