Ajker Patrika

কঙ্গনা রানাউত কার প্রেমে পড়লেন? 

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২৩: ৪৪
কঙ্গনা রানাউত কার প্রেমে পড়লেন? 

কঙ্গনা রানাউত, বলিউডের ‘বিতর্ক কুইন’ তিনি। ঠোঁটকাটা স্বভাবের কারণে জীবনে প্রেম তেমন আসেনি বলে অনেকের ধারণা। কিন্তু হঠাৎ কী হলো—তিনি গালিবের সায়ের আওড়াতে শুরু করেছেন! সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে চলছে গুঞ্জন। তিনি কি প্রেমে পড়েছেন। কার প্রতি মুগ্ধতা পেয়ে বসল কুইনকে!

কঙ্গনার প্রেম নিয়ে কিন্তু বলিউডে কম বিতর্ক হয়নি। বলিউড অভিনেতা অধ্যয়ন সুমনের সঙ্গে প্রেম করেছিলেন কঙ্গনা। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে মাত্র কয়েক মাস সম্পর্ক টিকে ছিল। পরে সুমন সেই ‘বিষময়’ সম্পর্কের কথা একসময় খুব আক্ষেপের সঙ্গে বলেছিলেন। ‘রাজ’ সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন।

এরপর হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে কঙ্গনা রানাউত কম জল ঘোলা করেননি! দু’পক্ষের মধ্যে চলেছে কাদা ছোড়াছুড়ি। এমনকি তাঁরা আদালতেও গিয়েছিলেন। কঙ্গনা শেষ পর্যন্ত আর ঝামেলা বাড়াননি। এখন সাবার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃতিক।

এবার কঙ্গনার পালা। নতুন টুইটার পোস্টে প্রেমের ইঙ্গিত দেখছেন ভক্তরা।

গতকাল রোববার (৯ এপ্রিল) লাজুক ভঙ্গিতে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। সঙ্গে জুড়ে দিয়েছেন মির্জা গালিবের সায়ের। তিনি লিখেছেন, ‘ইশক উয়ো আতিশ হ্যায়, গালিব জো লগানে সে লগতি নেহি। অউর বুজনে সে বুজতি নেহি।’ বাংলায় তরজমা করলে মোটামুটি এমনটি দাঁড়ায়—‘ভালোবাসা তো স্ফুলিঙ্গ, এ তো জ্বালানো যায় না, আবার নেভানোও যায় না।’ অবশ্য ভালোবাসা নিয়ে গালিবের মূল সায়ের কিছুটা পরিবর্তন করেছেন অভিনেত্রী।

টুইটের নিচে বিপুল মন্তব্য এসেছে। কেউ জিজ্ঞেস করেছেন, ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ অভিনন্দন জানিয়েছেন। কেউ অবশ্য খোঁচা দিতেও ছাড়েননি। লিখেছেন, ‘আপনি মনে হয় হৃতিককে ভুলতে পারছেন না!’ মন্তব্যের ঘরে অতি উৎসাহী কেউ হৃতিক-সাবার ছবিও পোস্ট করেছেন।

২০১৭ বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ সিনেমার প্রচারে জম্মুতে বিএসএফের সদরদপ্তরে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে তিনি কেমন জীবনসঙ্গী চান সে সম্পর্কে সাংবাদিকদের একটি ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন একজনকে খুঁজছেন যে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং শুদ্ধ।

২০২১ সালে টাইমস নাউ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘অবশ্যই বিয়ে করতে চাই এবং সন্তানের মা হতে চাই। আমি পাঁচ বছর ধরেই নিজেকে একজন মা এবং একজন স্ত্রী হিসেবে দেখছি। অবশ্যই এমন একজন হিসেবে নিজেকে দেখি যে নতুন ভারতের স্বপ্নে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।’

সর্বশেষ অ্যাকশন সিনেমা ‘ধাকাড়’–এ কঙ্গনাকে দেখা গেছে। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাউত পরিচালিত ও তাঁরই অভিনীত এই ছবি। তবে একই দিন অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি শ্যানন অভিনীত ছবি ‘গণপথ’ মুক্তির ঘোষণা আসায় কঙ্গনার ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিতে হলো।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় কঙ্গনাকে দেখা যাবে। এ সিনেমায় আরও অভিনয় করছেন—পঙ্কজ ত্রিপাঠি, সদ্য প্রয়াত সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপাড়।

খুব শিগগিরই কঙ্গনাকে দেখা যাবে ‘তেজশ’ সিনেমায় বিমানের পাইলট হিসেবে এবং ‘সিতা দ্য ইনকারনেশন’ সিনেমায় মুখ্য চরিত্রে থাকবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত