বিনোদন ডেস্ক
দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে। কিন্তু সন্তানের কাছে পিতৃবিয়োগের অনুভূতির সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। ইরফানের মৃত্যুর পর দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে বাবিল বাবাকে হারানোর স্মৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন।
বলিউড বাবলকে তখন তিনি জানিয়েছিলেন, ‘বাবা যেদিন মারা গেল, প্রথম দিন, আমি এটি বিশ্বাস করিনি। যখন এক সপ্তাহ কেটে যায়, তারপর এটি আমার মধ্যে আঘাত হানে। তখন সবকিছু আমার মাথায় জট পাকিয়ে গিয়েছিল, একটানা দেড় মাস আমি নিজেকে ঘরবন্দী রেখেছিলাম।’
বাবিল আরও বলেন, ‘বাবা তখন দীর্ঘ শুটিং শিডিউলের জন্য চলে যেতেন। তিনি মারা যাওয়ার পর আমি নিজেকে একরকম নিশ্চিত করেছিলাম তিনি কিছু সময় পর ফিরে আসবেন। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি এটি একটি অনির্দিষ্ট শুটিং শিডিউল। তিনি আর ফিরে আসবেন না। আমি আমার সেরা বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমি সত্যিই সে সময়টা ভাষায় প্রকাশ করতে পারব না।’
ইরফানপুত্র বাবিল খানকে সামনে যশ রাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ দেখা যাবে। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন এবং দিব্যেন্দু।
দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে। কিন্তু সন্তানের কাছে পিতৃবিয়োগের অনুভূতির সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। ইরফানের মৃত্যুর পর দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে বাবিল বাবাকে হারানোর স্মৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন।
বলিউড বাবলকে তখন তিনি জানিয়েছিলেন, ‘বাবা যেদিন মারা গেল, প্রথম দিন, আমি এটি বিশ্বাস করিনি। যখন এক সপ্তাহ কেটে যায়, তারপর এটি আমার মধ্যে আঘাত হানে। তখন সবকিছু আমার মাথায় জট পাকিয়ে গিয়েছিল, একটানা দেড় মাস আমি নিজেকে ঘরবন্দী রেখেছিলাম।’
বাবিল আরও বলেন, ‘বাবা তখন দীর্ঘ শুটিং শিডিউলের জন্য চলে যেতেন। তিনি মারা যাওয়ার পর আমি নিজেকে একরকম নিশ্চিত করেছিলাম তিনি কিছু সময় পর ফিরে আসবেন। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি এটি একটি অনির্দিষ্ট শুটিং শিডিউল। তিনি আর ফিরে আসবেন না। আমি আমার সেরা বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমি সত্যিই সে সময়টা ভাষায় প্রকাশ করতে পারব না।’
ইরফানপুত্র বাবিল খানকে সামনে যশ রাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ দেখা যাবে। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন এবং দিব্যেন্দু।
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
১ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
২ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
২ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
২ ঘণ্টা আগে