বিনোদন ডেস্ক
শুরু হলো আলিয়া ভাটের হলিউডযাত্রার প্রস্তুতি। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে হলিউডে কাজ করা। এই ট্যালেন্ট ম্যানেজমেন্টকে সংক্ষেপে ডব্লিউএমই ডাকা হয়। এ নামেই বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক তারকা, খেলাধুলা, মিডিয়া ও ফ্যাশনসংক্রান্ত কাজ দেখভাল করে থাকে ডব্লিউএমই।
১৮৯৮ সালে ‘ডব্লিউএমইর যাত্রা শুরু। চার্লি চ্যাপলিন, মেরিলিন মনরো, এলভিস প্রিসলির মতো তারকাদের প্রোফাইল দেখাশোনা করত এই এজেন্সি। এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করেন অপরাহ উইনফ্রে, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, ক্রিশ্চিয়ান বেল, ডোয়াইন জনসন ও ফ্রিডা পিন্টোর মতো তারকারা। এবার থেকে হলিউড–সম্পর্কিত বিভিন্ন প্রজেক্টে আলিয়ার প্রোফাইলও সামলাবে তারা। হলিউডের বিখ্যাত প্রোডাকশন কোম্পানির সঙ্গে নায়ক-নায়িকাদের যোগসূত্র করে দেয় প্রতিষ্ঠানটি। তাই বলাই যায়, আসছে দিনে হলিউডের খাতায় নাম উঠছে আলিয়ারও। এখন কেবল সময়ের অপেক্ষা।
বলিউডের সঙ্গে হলিউডের সম্পর্কটা নতুন নয়। সময় যত গড়িয়েছে হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা গেছে নানান বলিউড তারকাদের। বড় পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম আসার পর তো বলিউড অভিনেতাদের হলিউডে সুযোগ পাওয়ার পথ হয়ে উঠেছে আরও প্রশস্ত। এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে হাঁটতে চলেছেন আলিয়া ভাট।
আলিয়া এ বছরটা যেন একটু ভিন্নভাবে সাজাচ্ছেন। ইতিমধ্যেই নিজের ছবির প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিংস’, তিনি নিজে অভিনয়ও করছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিজয় ভার্মা এবং শেফালি শাহ। মা ও মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ হবে ডার্ক কমেডিনির্ভর ‘ডার্লিংস’ সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’ ও আলিয়া ভাটের ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’।
হাতে গোনা দু-তিনটি ছাড়া আলিয়ার বেশির ভাগ সিনেমা সাফল্যের মুখ দেখেছে। পুরোদস্তুর বাণিজ্যিক থেকে কনটেন্টধর্মী, সব ধরনের ছবিতেই তাঁর অভিনয়ের মুনশিয়ানা নজর কেড়েছে। আলিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আরআরআর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’,‘ব্রহ্মাস্ত্র’ র মতো একাধিক বিগ বাজেটের সিনেমা। এ ছাড়া করণ জোহরের পরবর্তী পরিচালনা ‘রকি অউর রানি কী কাহিনি’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের সামনে হাজির হতে চলেছেন আলিয়া। সব মিলিয়ে সময়টা যে দারুণ যাচ্ছে আলিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
শুরু হলো আলিয়া ভাটের হলিউডযাত্রার প্রস্তুতি। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে হলিউডে কাজ করা। এই ট্যালেন্ট ম্যানেজমেন্টকে সংক্ষেপে ডব্লিউএমই ডাকা হয়। এ নামেই বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক তারকা, খেলাধুলা, মিডিয়া ও ফ্যাশনসংক্রান্ত কাজ দেখভাল করে থাকে ডব্লিউএমই।
১৮৯৮ সালে ‘ডব্লিউএমইর যাত্রা শুরু। চার্লি চ্যাপলিন, মেরিলিন মনরো, এলভিস প্রিসলির মতো তারকাদের প্রোফাইল দেখাশোনা করত এই এজেন্সি। এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করেন অপরাহ উইনফ্রে, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, ক্রিশ্চিয়ান বেল, ডোয়াইন জনসন ও ফ্রিডা পিন্টোর মতো তারকারা। এবার থেকে হলিউড–সম্পর্কিত বিভিন্ন প্রজেক্টে আলিয়ার প্রোফাইলও সামলাবে তারা। হলিউডের বিখ্যাত প্রোডাকশন কোম্পানির সঙ্গে নায়ক-নায়িকাদের যোগসূত্র করে দেয় প্রতিষ্ঠানটি। তাই বলাই যায়, আসছে দিনে হলিউডের খাতায় নাম উঠছে আলিয়ারও। এখন কেবল সময়ের অপেক্ষা।
বলিউডের সঙ্গে হলিউডের সম্পর্কটা নতুন নয়। সময় যত গড়িয়েছে হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা গেছে নানান বলিউড তারকাদের। বড় পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম আসার পর তো বলিউড অভিনেতাদের হলিউডে সুযোগ পাওয়ার পথ হয়ে উঠেছে আরও প্রশস্ত। এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে হাঁটতে চলেছেন আলিয়া ভাট।
আলিয়া এ বছরটা যেন একটু ভিন্নভাবে সাজাচ্ছেন। ইতিমধ্যেই নিজের ছবির প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিংস’, তিনি নিজে অভিনয়ও করছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিজয় ভার্মা এবং শেফালি শাহ। মা ও মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ হবে ডার্ক কমেডিনির্ভর ‘ডার্লিংস’ সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’ ও আলিয়া ভাটের ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’।
হাতে গোনা দু-তিনটি ছাড়া আলিয়ার বেশির ভাগ সিনেমা সাফল্যের মুখ দেখেছে। পুরোদস্তুর বাণিজ্যিক থেকে কনটেন্টধর্মী, সব ধরনের ছবিতেই তাঁর অভিনয়ের মুনশিয়ানা নজর কেড়েছে। আলিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আরআরআর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’,‘ব্রহ্মাস্ত্র’ র মতো একাধিক বিগ বাজেটের সিনেমা। এ ছাড়া করণ জোহরের পরবর্তী পরিচালনা ‘রকি অউর রানি কী কাহিনি’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের সামনে হাজির হতে চলেছেন আলিয়া। সব মিলিয়ে সময়টা যে দারুণ যাচ্ছে আলিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
২২ মিনিট আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২৭ মিনিট আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
১ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
১ ঘণ্টা আগে