বিনোদন ডেস্ক
শাহরুখ খানের পাঠান ছবিটি ‘ভালো লাগেনি’ বলে টুইটারে ভিডিও পোস্ট করেছিল একটি শিশু। ভিডিওটি বলিউড বাদশাহ শাহরুখের নজরেও আসে। শিশুর মন্তব্যের প্রতি সম্মান করেই শাহরুখ নিজের টুইটার পেজে ভিডিওটি শেয়ার করেন। আর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
শাহরুখ ওই ভিডিওটি শেয়ার করে বলেছেন, তরুণদের পছন্দকে সম্মান করুন। ছোটদের খুশি করতে নিজের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে এক টুইটে জানান শাহরুখ।
টুইটে শাহরুখ বলেন, ‘ওহ ওহ! এখন আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। নতুন উদ্যমে কাজে ফিরতে হবে। তরুণ দর্শকদের হতাশ হতে দেওয়া যাবে না। দেশের তারুণ্যের প্রশ্ন। বি.দ্র. দয়া করে তাকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখান...হয়তো সে রোমান্টিক...শিশুদের ব্যাপারে কে জানে!’
পাঠানের সাফল্যের পর মান্নাতের সামনে অপেক্ষমাণ ভক্তদের ভালোবাসার প্রতিদানে শাহরুখ বারান্দায় হাজির হচ্ছেন প্রায়ই।
এ দিকে শাহরুখের পাঠান ছবিটি প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১২তম দিনে পাঠান গড়েছে নতুন রেকর্ড। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৫০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছে পাঠান। আর গতকাল ১১তম দিনেই আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ৭ বছরের রেকর্ড ভেঙেছে পাঠান। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের দখল পাঠানের। এর আগে ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি আয় নিয়ে রেকর্ডটি ছিল দঙ্গলের দখলে।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
শাহরুখ খানের পাঠান ছবিটি ‘ভালো লাগেনি’ বলে টুইটারে ভিডিও পোস্ট করেছিল একটি শিশু। ভিডিওটি বলিউড বাদশাহ শাহরুখের নজরেও আসে। শিশুর মন্তব্যের প্রতি সম্মান করেই শাহরুখ নিজের টুইটার পেজে ভিডিওটি শেয়ার করেন। আর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
শাহরুখ ওই ভিডিওটি শেয়ার করে বলেছেন, তরুণদের পছন্দকে সম্মান করুন। ছোটদের খুশি করতে নিজের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে এক টুইটে জানান শাহরুখ।
টুইটে শাহরুখ বলেন, ‘ওহ ওহ! এখন আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। নতুন উদ্যমে কাজে ফিরতে হবে। তরুণ দর্শকদের হতাশ হতে দেওয়া যাবে না। দেশের তারুণ্যের প্রশ্ন। বি.দ্র. দয়া করে তাকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখান...হয়তো সে রোমান্টিক...শিশুদের ব্যাপারে কে জানে!’
পাঠানের সাফল্যের পর মান্নাতের সামনে অপেক্ষমাণ ভক্তদের ভালোবাসার প্রতিদানে শাহরুখ বারান্দায় হাজির হচ্ছেন প্রায়ই।
এ দিকে শাহরুখের পাঠান ছবিটি প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১২তম দিনে পাঠান গড়েছে নতুন রেকর্ড। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৫০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছে পাঠান। আর গতকাল ১১তম দিনেই আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ৭ বছরের রেকর্ড ভেঙেছে পাঠান। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের দখল পাঠানের। এর আগে ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি আয় নিয়ে রেকর্ডটি ছিল দঙ্গলের দখলে।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
২০ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
২০ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
২০ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
২০ ঘণ্টা আগে