বিনোদন ডেস্ক
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
২ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
২ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
২ ঘণ্টা আগে