নতুন বছরে ভক্তদের চমক দিয়ে কী সুখবর দিলেন ইলিয়ানা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১২: ০৬
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২: ২৫
Thumbnail image
ইলিয়ানা ডি’ক্রুজ়। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।

ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’

২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্‌যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।

অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত