অনলাইন ডেস্ক
অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
গত বছরের মার্চে ঘোষণা এসেছিল, প্রথমবার দেশের কোনো ওয়েব কনটেন্টে অভিনয় করছেন জয়া আহসান। আশফাক নিপুনের ‘জিম্মি’ নামের সিরিজে দেখা যাবে তাঁকে। তবে জিম্মির আগে চলতি বছর নুহাশ হুমায়ূনের ২য় সিরিজের অন্তরা পর্ব দিয়ে দেশের ওটিটিতে দেখা দেন জয়া। অবশেষে ঘোষণার ঠিক এক বছর পর জিম্মি নিয়ে আসছেন তিনি।
৩ ঘণ্টা আগেঅল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ—এ পথেই বাজিমাত করেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। বলিউড, তামিল কিংবা তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকানির্ভর, জোর দিয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ গল্পে; সেখানে মালয়ালম একেবারেই ব্যতিক্রম।
৪ ঘণ্টা আগেনাটকে সিন্ডিকেটের অভিযোগ নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে সেটা হয়ে উঠেছে ব্যাধির মতো। নাটকের শুটিংয়ে পরিচালক কিংবা প্রযোজক নয়, যাবতীয় সিদ্ধান্ত আসে নায়কের কাছ থেকে। এমনও শোনা যায়, নাটকে নায়কেরা নিজেই তাঁদের পছন্দমতো নায়িকা ঠিক করে দেন। সহশিল্পী তাঁদের ইচ্ছামতো না হলে শিডিউল দেন না।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে