অনলাইন ডেস্ক
বলিউড ভাইজান সালমান খানের পর এবার খুনের হুমকি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫০ লাখ টাকা পণ না হলে প্রাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমকিও কি তবে বিষ্ণোই গ্যাংয়ের। কারণ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করে ওই গ্যাংয়ের ভাষ্য ছিল—সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে। এদিকে নিজের জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নাতের ছাদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা।
এসব ধারণা-সম্ভাবনার মধ্যে হুমকির পর তদন্তে নেমে মুম্বাই পুলিশ পেয়েছে এক মোবাইল ফোন ‘চোরের’ তথ্য। এক আইনজীবীর চুরি হওয়া মোবাইল ফোন থেকে এমন হুমকি। তবে ঘটনার তদন্তে ওই আইনজীবীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে চলছে সেই ‘চোর’ খোঁজার কাজ।
ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ খানকে হুমকি দেওয়া সেই মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই পুলিশ। এতে জানা যায় এই উড়ো কলটি আসে ছত্তিশগড় থেকে। ফোনের লোকেশন যাচাই করে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফয়জান খান নামের এক আইনজীবীর মোবাইল ফোন থেকে কাজটি করা হয়েছে। কিন্তু কাজটি ওই আইনজীবী করেননি, করেছে চোর। কারণ শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জান বলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’
বলিউড ভাইজান সালমান খানের পর এবার খুনের হুমকি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫০ লাখ টাকা পণ না হলে প্রাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমকিও কি তবে বিষ্ণোই গ্যাংয়ের। কারণ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করে ওই গ্যাংয়ের ভাষ্য ছিল—সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে। এদিকে নিজের জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নাতের ছাদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা।
এসব ধারণা-সম্ভাবনার মধ্যে হুমকির পর তদন্তে নেমে মুম্বাই পুলিশ পেয়েছে এক মোবাইল ফোন ‘চোরের’ তথ্য। এক আইনজীবীর চুরি হওয়া মোবাইল ফোন থেকে এমন হুমকি। তবে ঘটনার তদন্তে ওই আইনজীবীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে চলছে সেই ‘চোর’ খোঁজার কাজ।
ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ খানকে হুমকি দেওয়া সেই মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই পুলিশ। এতে জানা যায় এই উড়ো কলটি আসে ছত্তিশগড় থেকে। ফোনের লোকেশন যাচাই করে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফয়জান খান নামের এক আইনজীবীর মোবাইল ফোন থেকে কাজটি করা হয়েছে। কিন্তু কাজটি ওই আইনজীবী করেননি, করেছে চোর। কারণ শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জান বলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’
শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ক্যুয়ের সিনেমাটিকে ‘প্ররোচনামূলক বিষয়বস্তু’ আখ্যা দিয়ে এটিকে ‘সমাজের শান্তির জন্য বিপজ্জনক’ উল্লেখ করে এটির প্রদর্শনী নিষিদ্ধ করে ইস্তাম্বুলের কাদিকোয়ে পৌরসভা প্রশাসন। এবং তারা এটি তাদের তুর্কি ভাষার ইনস্টাগ্রামে পোস্ট করেছে...
৫ ঘণ্টা আগেচার বছর পর ঈদ উৎসবের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর আসবে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। মুক্তির মাত্র এক সপ্তাহ বাকি, অথচ নেই তেমন প্রচার। সিনেমার প্রমোশন নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার কোনো প্রতিফলন। এমনকি একাধিকবার ঘোষণা দিয়েও এখন পর্যন্ত দরদের কোনো গান প্রকাশ
১০ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। আহসান সারোয়ারের ‘রং ঢং’ ও রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আলোর মুখ দেখছে রং ঢং, অন্যদিকে ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হলেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স।
১০ ঘণ্টা আগেগত মাসে নিজের ৪১ তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন কর ভাবছেন।
২০ ঘণ্টা আগে