শাহরুখপুত্র আরিয়ানের সিরিজে এবার রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩: ৪২
Thumbnail image

এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। তিন দশক আগে বলিউড অভিনেতা শাহরুখের বলিউড সফর শুরুর সঙ্গী ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। আর এবার শাহরুখপুত্র আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর অংশ হলেন ঋষি কাপুরের সন্তান রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

শাহরুখ–গৌরী বেশ কয়েকবারই জানিয়েছেন পুত্র আরিয়ান ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী। এবার এর বাস্তবায়ন ঘটিয়ে ওটিটিতে আসছে তাঁর প্রথম সিরিজ। ‘স্টারডম’ শিরোনামের ৬ পর্বের সিরিজটিতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং, শুধু তাই নয় শুটিংয়ের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে হাজির ছিলেন কিং খান।

প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ প্রধান চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন তিনি।

ভারতীয় সংবাদপত্রটি আরও জানিয়েছে, সম্প্রতি আরিয়ানের শুটিং সেটে হাজির হয়েছিলেন রণবীর। শুধু ক্যামিও চরিত্রের শুটিংয়ের জন্যই নয়, সিরিজটি নিয়ে দীর্ঘক্ষণ আরিয়ানের সঙ্গে কথা বলেছেন রণবীর। নবাগত আরিয়ানকে ফিল্ম মেকিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছেন রণবীর। সিরিজটিতে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র।

শুধু রণবীর কাপুরই নন, ‘স্টারডম’-এ অতিথি শিল্পী হিসাবে দেখা মিলবে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরেরও। গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সিরিজের চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে আরিয়ান লিখেছিলেন, ‘শেষ অ্যাকশন বলবার জন্য আর অপেক্ষা করতে পারছি না’। নিজের প্রোজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি আরিয়ান।

তবে অনেক চেষ্টা করেও অভিনেতা হিসেবে আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পেছনেই কাজ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত