বিনোদন ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা টাইগার শ্রফের। তাঁর সবশেষ তিনটা সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বাজেট-সংকটে ঘোষণা দেওয়া সিনেমাগুলোর শুটিং স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টাইগারের ওপর ভরসা রাখতে পারছেন না প্রযোজকেরা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, হাতে কাজ নেই জ্যাকিপুত্রের।
অক্ষয় কুমারের সঙ্গে টাইগার শ্রফের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তি পেয়েছিল গত ঈদে। তাই সেই ছবি ঘিরে প্রত্যাশা ছিল বেশি। তবে সফল না হওয়ার কারণে পারিশ্রমিকের ৭০ শতাংশ কম নেওয়ার প্রস্তাব এসেছে টাইগারের কাছ থেকে। এমনকি পরবর্তী সিনেমাগুলোতেও টাইগারের পক্ষ থেকে পারিশ্রমিক কমানোর প্রস্তাব এসেছে বলে ইন্ডাস্ট্রির খবর।
টাইগার শ্রফের সবশেষ তিন সিনেমা ‘হিরোপান্তি ২’, ‘গণপথ’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ব্যাক-টু-ব্যাক ফ্লপসহ ক্যারিয়ারের ১১টি রিলিজের মধ্যে ছয়টি ফ্লপ টাইগারের ক্যারিয়ারকে হুমকিতে ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, টাইগারের আসন্ন সিনেমা ‘র্যাম্বো’, বাজেটের সমস্যার কারণে স্থগিত হয়েছে। টাইগার বর্তমানে যে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাতে নাকি রাজি নন প্রযোজকেরা। বলিউডের একজন শীর্ষস্থানীয় প্রযোজক অভিনেতাকে তাঁর পারিশ্রমিক ৬০ থেকে ৭০ শতাংশ কমিয়ে ১২ কোটি থেকে ৯ কোটি রুপি করার পরামর্শ দিয়েছেন। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য টাইগার ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা টাইগার শ্রফের। তাঁর সবশেষ তিনটা সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বাজেট-সংকটে ঘোষণা দেওয়া সিনেমাগুলোর শুটিং স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টাইগারের ওপর ভরসা রাখতে পারছেন না প্রযোজকেরা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, হাতে কাজ নেই জ্যাকিপুত্রের।
অক্ষয় কুমারের সঙ্গে টাইগার শ্রফের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তি পেয়েছিল গত ঈদে। তাই সেই ছবি ঘিরে প্রত্যাশা ছিল বেশি। তবে সফল না হওয়ার কারণে পারিশ্রমিকের ৭০ শতাংশ কম নেওয়ার প্রস্তাব এসেছে টাইগারের কাছ থেকে। এমনকি পরবর্তী সিনেমাগুলোতেও টাইগারের পক্ষ থেকে পারিশ্রমিক কমানোর প্রস্তাব এসেছে বলে ইন্ডাস্ট্রির খবর।
টাইগার শ্রফের সবশেষ তিন সিনেমা ‘হিরোপান্তি ২’, ‘গণপথ’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ব্যাক-টু-ব্যাক ফ্লপসহ ক্যারিয়ারের ১১টি রিলিজের মধ্যে ছয়টি ফ্লপ টাইগারের ক্যারিয়ারকে হুমকিতে ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, টাইগারের আসন্ন সিনেমা ‘র্যাম্বো’, বাজেটের সমস্যার কারণে স্থগিত হয়েছে। টাইগার বর্তমানে যে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাতে নাকি রাজি নন প্রযোজকেরা। বলিউডের একজন শীর্ষস্থানীয় প্রযোজক অভিনেতাকে তাঁর পারিশ্রমিক ৬০ থেকে ৭০ শতাংশ কমিয়ে ১২ কোটি থেকে ৯ কোটি রুপি করার পরামর্শ দিয়েছেন। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য টাইগার ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
১ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
২ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
২ ঘণ্টা আগে