অনলাইন ডেস্ক
বিবেক ওবেরয়ের বলিউডে অভিষেক বেশ চমকপ্রদ ছিল। ক্যারিয়ারের শুরুতে কোম্পানি, রোড, সাথিয়া, যুবার মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ক্রমশ বলিউড থেকে সরে যান তিনি। হাত ছাড়া হতে থাকে সিনেমা। এক সময় সিনেমার প্রস্তাব আসা প্রায় বন্ধ হয়ে যায়। অবশ্য এ নিয়ে কথাও বলেন অভিনেতা, আঙুল তোলেন সালমানের দিকে। সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বররিয়ার সঙ্গে সম্পর্কের কারণেই না-কি এই প্রতিশোধ! সম্প্রতি অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিবেক।
ডক্টর জয় মদনের ইউটিউব চ্যানেলে বিবেকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে অতীত সম্পর্ক, ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংগ্রাম এবং নতুন করে জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে যখন বিবেককে সালমান খান, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়—তখন সালমান ও ঐশ্বরিয়ার নাম শুনে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের মঙ্গল করুন।’
বিবেক ওবেরয় একসময় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ‘বিতর্কিত’ সম্পর্কের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। জীবনের সেই অধ্যায় নিয়ে মন্তব্য করে অভিনেতা বলেন, ‘যদি আমি সেই পরিস্থিতি থেকে বের হতে না পারতাম, তবে হয়তো আমি প্লাস্টিকের হাসি নিয়ে প্লাস্টিকের মানুষের মাঝে আটকে থাকতাম।’
অভিনেতা আরও বলেন, ‘হয়তো আমি নিজেই একসময় ভান করা শুরু করতাম, একটি ভান করা জীবনের মধ্যে আটকে থাকতাম। কিন্তু আজ যখন কেউ আমাকে ট্রোল করে, আমি কিছু মনে করি না। কারণ আমি জানি আমার জীবনের উদ্দেশ্য কী এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী।’ বিবেক বর্তমানে অভিনয়ের পাশাপাশি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন, এই নতুন যাত্রা তাঁর জীবনকে একটি সুন্দর অর্থ দিয়েছে।
কোম্পানি অভিনেতা এ-ও বলেন, ‘আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কখনো কখনো আমরা এমন সম্পর্কের মধ্যে পড়ি যা হয়তো মানসিক বা আবেগগতভাবে অত্যাচারমূলক। যেখানে মানুষ আপনাকে ব্যবহার করছে, আপনার মূল্যায়ন করছে না, আপনাকে সম্মান করছে না। আমরা সেই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ি, কারণ আমরা নিজের আত্ম মূল্য বা নিজেকে চেনার সুযোগ পাইনি।’
অনেক সময় আমরা ভাবি, আমার কিছু যায় আসে না, আমি জীবনটাও দিয়ে দেব। কিন্তু নিজেকে মূল্য দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন অভিনেতা।
বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাই প্রেমে পড়েছিলেন ‘কিউ হো গায়া না’ সিনেমার শুটিংয়ের সময়। তবে তাঁদের সম্পর্কের মোড় ঘুরে যায়, যখন বিবেক সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন। এই ঘটনার পরে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং শেষমেশ বিচ্ছেদে গড়ায়।
বিবেক ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন। প্রিয়াঙ্কা কর্ণাটকের সাবেক মন্ত্রী জীভারাজ আলভা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী নন্দিনীর মেয়ে। বিবেক-প্রিয়াঙ্কার দুটি সন্তান রয়েছে, ছেলে বিবান বীর ও মেয়ে অমেয়া নির্ভানা। অভিনয়ের পাশাপাশি বিবেক বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও সাফল্য অর্জন করছেন। তিনি এ বছর রোহিত শেঠির পরিচালনায় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে অভিষেক করেছেন। এই নতুন উদ্যোগ তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করেছে এবং দর্শকেরা তার কাজের প্রশংসাও করেছেন।
বিবেক ওবেরয়ের বলিউডে অভিষেক বেশ চমকপ্রদ ছিল। ক্যারিয়ারের শুরুতে কোম্পানি, রোড, সাথিয়া, যুবার মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ক্রমশ বলিউড থেকে সরে যান তিনি। হাত ছাড়া হতে থাকে সিনেমা। এক সময় সিনেমার প্রস্তাব আসা প্রায় বন্ধ হয়ে যায়। অবশ্য এ নিয়ে কথাও বলেন অভিনেতা, আঙুল তোলেন সালমানের দিকে। সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বররিয়ার সঙ্গে সম্পর্কের কারণেই না-কি এই প্রতিশোধ! সম্প্রতি অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিবেক।
ডক্টর জয় মদনের ইউটিউব চ্যানেলে বিবেকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে অতীত সম্পর্ক, ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংগ্রাম এবং নতুন করে জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে যখন বিবেককে সালমান খান, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়—তখন সালমান ও ঐশ্বরিয়ার নাম শুনে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের মঙ্গল করুন।’
বিবেক ওবেরয় একসময় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ‘বিতর্কিত’ সম্পর্কের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। জীবনের সেই অধ্যায় নিয়ে মন্তব্য করে অভিনেতা বলেন, ‘যদি আমি সেই পরিস্থিতি থেকে বের হতে না পারতাম, তবে হয়তো আমি প্লাস্টিকের হাসি নিয়ে প্লাস্টিকের মানুষের মাঝে আটকে থাকতাম।’
অভিনেতা আরও বলেন, ‘হয়তো আমি নিজেই একসময় ভান করা শুরু করতাম, একটি ভান করা জীবনের মধ্যে আটকে থাকতাম। কিন্তু আজ যখন কেউ আমাকে ট্রোল করে, আমি কিছু মনে করি না। কারণ আমি জানি আমার জীবনের উদ্দেশ্য কী এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী।’ বিবেক বর্তমানে অভিনয়ের পাশাপাশি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন, এই নতুন যাত্রা তাঁর জীবনকে একটি সুন্দর অর্থ দিয়েছে।
কোম্পানি অভিনেতা এ-ও বলেন, ‘আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কখনো কখনো আমরা এমন সম্পর্কের মধ্যে পড়ি যা হয়তো মানসিক বা আবেগগতভাবে অত্যাচারমূলক। যেখানে মানুষ আপনাকে ব্যবহার করছে, আপনার মূল্যায়ন করছে না, আপনাকে সম্মান করছে না। আমরা সেই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ি, কারণ আমরা নিজের আত্ম মূল্য বা নিজেকে চেনার সুযোগ পাইনি।’
অনেক সময় আমরা ভাবি, আমার কিছু যায় আসে না, আমি জীবনটাও দিয়ে দেব। কিন্তু নিজেকে মূল্য দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন অভিনেতা।
বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাই প্রেমে পড়েছিলেন ‘কিউ হো গায়া না’ সিনেমার শুটিংয়ের সময়। তবে তাঁদের সম্পর্কের মোড় ঘুরে যায়, যখন বিবেক সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন। এই ঘটনার পরে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং শেষমেশ বিচ্ছেদে গড়ায়।
বিবেক ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন। প্রিয়াঙ্কা কর্ণাটকের সাবেক মন্ত্রী জীভারাজ আলভা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী নন্দিনীর মেয়ে। বিবেক-প্রিয়াঙ্কার দুটি সন্তান রয়েছে, ছেলে বিবান বীর ও মেয়ে অমেয়া নির্ভানা। অভিনয়ের পাশাপাশি বিবেক বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও সাফল্য অর্জন করছেন। তিনি এ বছর রোহিত শেঠির পরিচালনায় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে অভিষেক করেছেন। এই নতুন উদ্যোগ তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করেছে এবং দর্শকেরা তার কাজের প্রশংসাও করেছেন।
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন।
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ এই চ্যারিটি কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটি আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।
১৪ ঘণ্টা আগেরামায়ণ নিয়ে যেন একেবারে কুরুক্ষেত্র। একদিকে ‘মহাভারত’ সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না, অন্যদিকে বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন? সোনাক্ষী এ প্রশ্নের উত্তর দিতে
১৪ ঘণ্টা আগেমা-বাবা, অভিভাবকেরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। তাই জীবন চলার পথে তাঁদের পরামর্শ ও মতকে প্রাধান্য দিতে শিখতে হবে। সংসারজীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে, তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।
১৫ ঘণ্টা আগে