Ajker Patrika

জনগণের ট্যাক্সের টাকায় বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চাই না: কঙ্গনা

বিনোদন ডেস্ক
জনগণের ট্যাক্সের টাকায় বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চাই না: কঙ্গনা

চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কয়েক বছর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। যার জেরে তাকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস নিরাপত্তা। সেসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জনগণের করের টাকা কেন কঙ্গনার সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে? এবার যেন তাদের মোক্ষম জবাব দিলেন কঙ্গনা। তিনি জানালেন, বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চান না তিনি। 

সময়টা ২০২০ সাল, মুম্বাইয়ে কঙ্গনা রানাউতের বিলাসবহুল বাড়ির একাংশ ভেঙে দিয়েছিল মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ জারি করার এক দিন পরে কঙ্গনার বাড়ি ও অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়। তখন কঙ্গনা দাবি করেছিলেন, যেহেতু তাঁর বাড়ি ভাঙা হয়েছে, তাই তিনি ক্ষতিপূরণ পেতে বাধ্য। 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতসম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। যারা এর মূল্য নির্ধারণ করবেন, তাদের আসার কথা ছিল। তাই আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেজির সঙ্গে দেখা করি। বলি, আপনারাই আমাকে একটা মূল্য বলুন। আমি এমন কাউকে চাই না, যিনি করদাতাদের টাকার অপব্যবহার করবেন।’ 

কঙ্গনা আরও বলেন, ‘আমি এখন আর কোনো ক্ষতিপূরণ চাই না। কারণ আমার জনতার ট্যাক্সের টাকার দরকার নেই।’ 

কঙ্গনা আরও জানান, আদালত থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সাধারণ জনগণের কথা ভেবেই নিতে চাননি। 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকঙ্গনা বর্তমানে কাজ করছেন ‘চন্দ্রমুখী ২’ সিনেমায়। এটি একটি তামিল ছবির রিমেক। এতে রাজনর্তকীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। এ ছাড়া তাকে আগামীতে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে। নিজের পরিচালনা ও প্রযোজনায় ছবিটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত সতীশ কৌশিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত