Ajker Patrika

পাঞ্জাবি লোকশিল্পীর পরিবারের সংকটে ২৫ লাখ রুপি দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৫: ২২
পাঞ্জাবি লোকশিল্পীর পরিবারের সংকটে ২৫ লাখ রুপি দিলেন অক্ষয়

কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।

অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’

গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’

অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’

অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রামকরোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত