বিনোদন ডেস্ক
কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’
গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’
অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
করোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।
কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’
গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’
অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
করোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।
গল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
২ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেভরা কনসার্টে এক নারী ভক্তকে চুমু খেয়ে কিছুদিন আগে বিতর্কের মুখে পড়েছিলেন উদিত নারায়ণ। সেই রেশ না কাটতেই এবার তিনি পড়লেন আইনি জটিলতায়। প্রথম স্ত্রী রঞ্জনা ঝা তাঁর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেছেন। রঞ্জনার অভিযোগ, প্রাপ্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করেছেন উদিত এবং তাঁর সম্পত্তি দখল করেছেন।
৩ ঘণ্টা আগেগত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। তাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের।
৩ ঘণ্টা আগে