বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে একটি বড় প্রজেক্টে করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় তিনি। ফলে এই খবর কয়েক দিন আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুইখানের সংবাদমাধ্যমেই ফলাও করে প্রচার করা হয়।
কিন্তু নওয়াজ উদ্দিন সিদ্দিকী এখন বলছেন, এসব সম্পূর্ণ গুজব। এই মুহূর্তে কোনো ওটিটিতে কাজই করছেন না তিনি। কাজ করার কোনো পরিকল্পনাও আপাতত নেই।
সুধীর মিশ্রের নেটফ্লিক্স ফিল্ম ‘সিরিয়াস মেন’-এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা ক্যাটাগরিতে ২০২১ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড মনোনয়ন পান নওয়াজ উদ্দিন। অথচ এখন ভারতে ওটিটির ভবিষ্যৎ নিয়েই একটা আশাবাদী নন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেন নওয়াজউদ্দিন।
সেক্রেড গেমসের দ্বিতীয় অংশ নিয়ে বেশ বিরক্ত ছিলেন নওয়াজউদ্দিন। ওটিটির এই সিরিজটি বেশ আলোচনায় আসে। সমালোচনাও হয় ব্যাপক। এরপরই অভিনেতার মনে হয়েছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসলে আর মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো কনটেন্ট থাকছে না। তিনি বলেন, ওটিটির শুরুটা বেশ ভালোই হয়েছিল। ভারতের নির্মাতা ও অভিনেতাদের জন্য এক নতুন মহাসড়কে ওঠার দ্বার খুলে গিয়েছিল। ওটিটির কনটেন্টও ছিল সাধারণ চলচ্চিত্রের চেয়ে আলাদা। এবং এটির একটা অনন্য স্টাইল রয়েছে। কিন্তু আমার মনে হয়, এটি শুরুর মাহাত্ম্য হারিয়েছে। প্রচুর কনটেন্ট আসছে। কিন্তু মান একেবারে খারাপ হয়ে গেছে। ক্লিশে হয়ে গেছে। আপনি এগুলোকে এখন টিভি সিরিজের সঙ্গে তুলনা করতে পারেন। টেনেটুনে বড় করার একটা প্রবণতা আছে।
ওটিটিতে নওয়াজউদ্দীন সিরিয়াস মেন, রাত আকেলি হ্যায় এবং ঘুমকেতু ফিল্মে কাজ করেছেন। তাঁর অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন ব্যবসায় পরিণত হয়েছে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি করছে। কনটেন্টের নামে তারা টাকা বানানোর কনটেন্ট বানাচ্ছে। যে কোনো শিল্পকে ধান্দা বানিয়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের আছে। ওটিটিও এখন একটি ধান্দা। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো পয়সা কামানোর জন্য ওটিটি ধরছে। তবে বহু মেধাবী শিল্পী আছেন যাদের কাজের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
নওয়াজউদ্দীন এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে হিরোপান্টি ২-এর শুটিং চলছে। ওটিটি এখন কনটেন্টের ভারে নুইয়ে পড়েছে বলে কষ্ট পাচ্ছেন সিদ্দিকী। তবে এই ওটিটি যে তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে সেটি অকুণ্ঠভাবে স্বীকার করেন তিনি।
সবশেষে নওয়াজউদ্দীন বলেন, তিনি আপাতত ওটিটি থেকে দূরে থাকাই পছন্দ করছেন। ওয়েব সিরিজে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে অভিনয়ের গুঞ্জনও উড়িয়ে দেন নওয়াজউদ্দীন।
তিনি বলেন, আমি তো কোনো ওয়েব সিরিজই করছি না। এগুলো সব গুজব। আমি কোনো কিছুতেই চুক্তিবদ্ধ হইনি। ওটিটিতে আমি কোনো কিছু করতে আগ্রহী নই যদি না সত্যি সত্যি আমাকে উত্তেজিত করার মতো কিছু আসে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে একটি বড় প্রজেক্টে করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় তিনি। ফলে এই খবর কয়েক দিন আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুইখানের সংবাদমাধ্যমেই ফলাও করে প্রচার করা হয়।
কিন্তু নওয়াজ উদ্দিন সিদ্দিকী এখন বলছেন, এসব সম্পূর্ণ গুজব। এই মুহূর্তে কোনো ওটিটিতে কাজই করছেন না তিনি। কাজ করার কোনো পরিকল্পনাও আপাতত নেই।
সুধীর মিশ্রের নেটফ্লিক্স ফিল্ম ‘সিরিয়াস মেন’-এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা ক্যাটাগরিতে ২০২১ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড মনোনয়ন পান নওয়াজ উদ্দিন। অথচ এখন ভারতে ওটিটির ভবিষ্যৎ নিয়েই একটা আশাবাদী নন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেন নওয়াজউদ্দিন।
সেক্রেড গেমসের দ্বিতীয় অংশ নিয়ে বেশ বিরক্ত ছিলেন নওয়াজউদ্দিন। ওটিটির এই সিরিজটি বেশ আলোচনায় আসে। সমালোচনাও হয় ব্যাপক। এরপরই অভিনেতার মনে হয়েছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসলে আর মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো কনটেন্ট থাকছে না। তিনি বলেন, ওটিটির শুরুটা বেশ ভালোই হয়েছিল। ভারতের নির্মাতা ও অভিনেতাদের জন্য এক নতুন মহাসড়কে ওঠার দ্বার খুলে গিয়েছিল। ওটিটির কনটেন্টও ছিল সাধারণ চলচ্চিত্রের চেয়ে আলাদা। এবং এটির একটা অনন্য স্টাইল রয়েছে। কিন্তু আমার মনে হয়, এটি শুরুর মাহাত্ম্য হারিয়েছে। প্রচুর কনটেন্ট আসছে। কিন্তু মান একেবারে খারাপ হয়ে গেছে। ক্লিশে হয়ে গেছে। আপনি এগুলোকে এখন টিভি সিরিজের সঙ্গে তুলনা করতে পারেন। টেনেটুনে বড় করার একটা প্রবণতা আছে।
ওটিটিতে নওয়াজউদ্দীন সিরিয়াস মেন, রাত আকেলি হ্যায় এবং ঘুমকেতু ফিল্মে কাজ করেছেন। তাঁর অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন ব্যবসায় পরিণত হয়েছে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি করছে। কনটেন্টের নামে তারা টাকা বানানোর কনটেন্ট বানাচ্ছে। যে কোনো শিল্পকে ধান্দা বানিয়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের আছে। ওটিটিও এখন একটি ধান্দা। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো পয়সা কামানোর জন্য ওটিটি ধরছে। তবে বহু মেধাবী শিল্পী আছেন যাদের কাজের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
নওয়াজউদ্দীন এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে হিরোপান্টি ২-এর শুটিং চলছে। ওটিটি এখন কনটেন্টের ভারে নুইয়ে পড়েছে বলে কষ্ট পাচ্ছেন সিদ্দিকী। তবে এই ওটিটি যে তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে সেটি অকুণ্ঠভাবে স্বীকার করেন তিনি।
সবশেষে নওয়াজউদ্দীন বলেন, তিনি আপাতত ওটিটি থেকে দূরে থাকাই পছন্দ করছেন। ওয়েব সিরিজে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে অভিনয়ের গুঞ্জনও উড়িয়ে দেন নওয়াজউদ্দীন।
তিনি বলেন, আমি তো কোনো ওয়েব সিরিজই করছি না। এগুলো সব গুজব। আমি কোনো কিছুতেই চুক্তিবদ্ধ হইনি। ওটিটিতে আমি কোনো কিছু করতে আগ্রহী নই যদি না সত্যি সত্যি আমাকে উত্তেজিত করার মতো কিছু আসে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে