বিনোদন ডেস্ক
বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে অনেক অভিনেত্রীই বলিউড যাত্রা শুরু করেছেন। ২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিষেক হয় জারিন খানের। যাকে দেখে অনেকেই ক্যাটরিনার মুখের আদলের সঙ্গে অদ্ভুত মিল খোঁজে পেয়েছিলেন। সেই শুরু জারিন আর ক্যাটরিনার তুলনা। গত ১৩ বছরে সেই আলোচনা একটুও কমেনি। যার কারণে যথেষ্ট বিরক্ত জারিন। ক্যাটরিনার সঙ্গে তুলনাই তাঁর ক্যারিয়ারের জন্য কাল হয়েছে বলে মনে করেন জারিন।
সম্প্রতি ভক্তদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন জারিন। তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে একজন জানতে চান, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার সঙ্গে আপনাকে তুলনা করা হয়েছে, সেটা কীভাবে আপনার ক্যারিয়াকে প্রভাবিত করেছে?’
প্রশ্নের উত্তরে জারিন জানান, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, তখন আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু ছিলাম। আমার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই ক্যাটরিনার সঙ্গে তুলনা শুনে আমার বেশ ভালো লাগত, কারণ আমিও তাঁর ভক্ত। কিন্তু এই তুলনাটাই আমার ক্যারিয়ারের কাল হয়ে যায়, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে নিজস্বতা প্রমাণের সুযোগই দিল না কখনো।’
হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তেলেগু, তামিল সিনেমায় কাজ করেছেন জারিন। কিন্তু সর্বত্রই ক্যাটরিনার ‘কপিক্যাট’ হিসাবে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। অনেকে ‘ফ্যাটরিনা’ বলেও ট্রোল করেছেন অভিনেত্রীকে।
অতীতে এক সাক্ষাৎকারে জারিন জানিয়েছিলেন, ‘বীরের সময়টা আমাকে নির্মাতারা ওজন বাড়াতে বলেছিলেন। কারণ অষ্টাদশ শতাব্দীর রাজকুমারী হিসাবে তেমনই শরীরী গড়ন তাঁরা চেয়েছিলেন। সেটা লোকে ভালো চোখে দেখেনি, আমি যখন কোনও অনুষ্ঠানে গেছি আমাকে ফ্য়াটরিনা বলে কটাক্ষ করা হয়েছে। মিডিয়াতেও আমাকে নিয়ে ভালো কিছু লেখা হয়নি।’
বলিউডে ‘বীর’-এর পাশাপাশি ‘হাউসফুল ২ ’, ‘হেট স্টোরি ৩ ’, ‘অকসর ২ ’, ‘১৯২১ ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জারিন। শেষবার ‘হাম ভি আকালে, তুম ভি আকালে’ সিনেমায় দেখা গেছে জারিনকে। গত দুই বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে অভিনেত্রী।
বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে অনেক অভিনেত্রীই বলিউড যাত্রা শুরু করেছেন। ২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিষেক হয় জারিন খানের। যাকে দেখে অনেকেই ক্যাটরিনার মুখের আদলের সঙ্গে অদ্ভুত মিল খোঁজে পেয়েছিলেন। সেই শুরু জারিন আর ক্যাটরিনার তুলনা। গত ১৩ বছরে সেই আলোচনা একটুও কমেনি। যার কারণে যথেষ্ট বিরক্ত জারিন। ক্যাটরিনার সঙ্গে তুলনাই তাঁর ক্যারিয়ারের জন্য কাল হয়েছে বলে মনে করেন জারিন।
সম্প্রতি ভক্তদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন জারিন। তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে একজন জানতে চান, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার সঙ্গে আপনাকে তুলনা করা হয়েছে, সেটা কীভাবে আপনার ক্যারিয়াকে প্রভাবিত করেছে?’
প্রশ্নের উত্তরে জারিন জানান, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, তখন আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু ছিলাম। আমার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই ক্যাটরিনার সঙ্গে তুলনা শুনে আমার বেশ ভালো লাগত, কারণ আমিও তাঁর ভক্ত। কিন্তু এই তুলনাটাই আমার ক্যারিয়ারের কাল হয়ে যায়, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে নিজস্বতা প্রমাণের সুযোগই দিল না কখনো।’
হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তেলেগু, তামিল সিনেমায় কাজ করেছেন জারিন। কিন্তু সর্বত্রই ক্যাটরিনার ‘কপিক্যাট’ হিসাবে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। অনেকে ‘ফ্যাটরিনা’ বলেও ট্রোল করেছেন অভিনেত্রীকে।
অতীতে এক সাক্ষাৎকারে জারিন জানিয়েছিলেন, ‘বীরের সময়টা আমাকে নির্মাতারা ওজন বাড়াতে বলেছিলেন। কারণ অষ্টাদশ শতাব্দীর রাজকুমারী হিসাবে তেমনই শরীরী গড়ন তাঁরা চেয়েছিলেন। সেটা লোকে ভালো চোখে দেখেনি, আমি যখন কোনও অনুষ্ঠানে গেছি আমাকে ফ্য়াটরিনা বলে কটাক্ষ করা হয়েছে। মিডিয়াতেও আমাকে নিয়ে ভালো কিছু লেখা হয়নি।’
বলিউডে ‘বীর’-এর পাশাপাশি ‘হাউসফুল ২ ’, ‘হেট স্টোরি ৩ ’, ‘অকসর ২ ’, ‘১৯২১ ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জারিন। শেষবার ‘হাম ভি আকালে, তুম ভি আকালে’ সিনেমায় দেখা গেছে জারিনকে। গত দুই বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে অভিনেত্রী।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে