বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের অভিনেত্রী প্রিয়ামণির সময়টা বেশ ভালো যাচ্ছে। অজয় দেবগন অভিনীত স্পোর্টস-ড্রামা ‘ময়দান’ দিয়ে আবারও অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ‘ময়দান’-এর আগে শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে চর্চায় আসেন প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী—সব জায়গায় জমিয়ে অভিনয় করছেন তিনি।
বক্স অফিসের সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা, প্রিয়ামণির পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। তবে জানেন কি, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি!
২০০২ সালে তেলুগু সিনেমা ‘এভারে এতাগাদু’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়ামণির চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে, বক্স অফিসে সফলতা না পেলেও সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর এই সিনেমার জন্য মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পান এই অভিনেত্রী। অভিনেত্রীর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।
নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি এবং আমার কাছে এটি ছিল অনেক মূল্যবান।’
একই সাক্ষাৎকারে, প্রিয়ামণি তাঁর আরেকটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এবং তা হলো ভবিষ্যতে নিজের যেকোনো সিনেমার গানে কণ্ঠ দিতে চান তিনি। আর অভিনেত্রীর আরেকটি অপূর্ণ ইচ্ছা হলো মেকআপ বাদ দিয়ে কোনো সিনেমায় অভিনয় করা।
প্রসঙ্গত, ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন প্রিয়ামণি। ‘জওয়ান’ থেকে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ময়দান’—সবই বক্স অফিসে পেয়েছে সফলতা। সঙ্গে প্রিয়ামণিও ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।
প্রিয়ামণিকে সামনে রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ছবিতেও দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমরা শিগ্গিরই শুটিং শুরু করব।’ এর আগে ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এও সুচিত্রা তিওয়ারির চরিত্রে দেখা গেছে তাঁকে।
দক্ষিণ ভারতের অভিনেত্রী প্রিয়ামণির সময়টা বেশ ভালো যাচ্ছে। অজয় দেবগন অভিনীত স্পোর্টস-ড্রামা ‘ময়দান’ দিয়ে আবারও অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ‘ময়দান’-এর আগে শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে চর্চায় আসেন প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী—সব জায়গায় জমিয়ে অভিনয় করছেন তিনি।
বক্স অফিসের সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা, প্রিয়ামণির পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। তবে জানেন কি, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি!
২০০২ সালে তেলুগু সিনেমা ‘এভারে এতাগাদু’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়ামণির চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে, বক্স অফিসে সফলতা না পেলেও সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর এই সিনেমার জন্য মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পান এই অভিনেত্রী। অভিনেত্রীর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।
নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি এবং আমার কাছে এটি ছিল অনেক মূল্যবান।’
একই সাক্ষাৎকারে, প্রিয়ামণি তাঁর আরেকটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এবং তা হলো ভবিষ্যতে নিজের যেকোনো সিনেমার গানে কণ্ঠ দিতে চান তিনি। আর অভিনেত্রীর আরেকটি অপূর্ণ ইচ্ছা হলো মেকআপ বাদ দিয়ে কোনো সিনেমায় অভিনয় করা।
প্রসঙ্গত, ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন প্রিয়ামণি। ‘জওয়ান’ থেকে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ময়দান’—সবই বক্স অফিসে পেয়েছে সফলতা। সঙ্গে প্রিয়ামণিও ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।
প্রিয়ামণিকে সামনে রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ছবিতেও দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমরা শিগ্গিরই শুটিং শুরু করব।’ এর আগে ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এও সুচিত্রা তিওয়ারির চরিত্রে দেখা গেছে তাঁকে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে