বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে একলব্য সিংয়ের অভিযোগ, অভিনেত্রী তাপসী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বড় গলার পোশাক দেখা যায় তাপসীকে। তখন তার আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে।’
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখেই নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠন অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলাটি দায়ের করে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ে জানান, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতেও নজর কেড়েছেন তিনি। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে একলব্য সিংয়ের অভিযোগ, অভিনেত্রী তাপসী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বড় গলার পোশাক দেখা যায় তাপসীকে। তখন তার আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে।’
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখেই নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠন অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলাটি দায়ের করে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ে জানান, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতেও নজর কেড়েছেন তিনি। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৫ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৫ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১০ ঘণ্টা আগে